|

পাশের হার ৯৪.১০’রাজশাহী বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার কমেছে পাসের হার

প্রকাশিতঃ ৬:০২ অপরাহ্ন | ডিসেম্বর ৩১, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে মোট ১৬ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। যা গত বার পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৮ শতাংশ। ফলে গত বারের চেয়ে এবার পাসের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ কমেছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের অনুষ্ঠিত জেএসসির ফলাফল জানানো হয়। তবে রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারের দিক থেকে এবার ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে। শিক্ষাবোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় জানান, রাজশাহী বোর্ডের আট জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৬৩ হাজার ৬৮৩ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৮ হাজার ১৮৬ জন। পেোসর হার ৯৪.১০। এ বছর মোট ১৬ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৯ হাজার ২০০ এবং ছাত্র ৭ হাজার ২৭৮ জন। এবার ৮২০টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। আর কেউ পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা দুটি। ওই দুইটি স্কুলকে এত খারাপ ফলাফলের জন্য শিগগিরই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো জেলার বাগমারার বিলশনি জুনিয়র স্কুল ও পুঠিয়ার জামিরা জুনিয়র গার্লস স্কুল। এবং পরীক্ষা চলাকালে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিল ২০ জন শিক্ষার্থী। আগের বছর ২০১৮ সালে এই বোর্ডে পাসের হার ছিলো ৯৪ দশমিক ৫৭ শতাংশ। আর ২০১৭ সালে ছিলো ৯৫ দশমিক ৫৪ শতাংশ। সে হিসেবে রাজশাহী বোর্ডের পরীক্ষার হার এবার কমেছে। তবে এই ফলাফলেও সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করেছেন বোর্ডের কর্মকর্তারা। দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বলেন, রাজশাহীর ফলাফলে গত কয়েক বছরের ধারাবাহিকতা রক্ষা হয়েছে। এই ফলাফলে আমরা সন্তোষ্ট। তবে এর চেয়েও ভালো ফল যেন হয় তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। এসময়ং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,শিক্ষাবোর্ডের সচিব মোয়াজ্জেম হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সেলিনা পারভীন, মুঞ্জুর রহমান খান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান মূল্যায়ন কর্মকর্তা এসএম গোলাম আজম, প্রোগ্রামার সিরাজুল ইসলাম প্রমুখ। এদিকে, রাজশাহীতে অনুষ্টিত ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল মঙ্গলবার পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

দেখা হয়েছে: 308
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪