|

বিজিবি’র পৃথক অভিযানে পিস্তল ও ফেনসিডিল জব্দ

প্রকাশিতঃ ২:০৬ অপরাহ্ন | এপ্রিল ২৫, ২০১৮

পিস্তল-ফেনসিডিল-জব্দ-Pistol and Phensidyl seized in BGB's separate operation

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল ও মাশিলা সীমান্ত থেকে পৃথক অভিযানে ১০৭ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক দু’টি অভিযানে এসব জব্দ করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, যশোরের বেনাপোল সীমান্তের ভবেরবেড় গ্রামে মাদক বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি।পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপর দিকে একই দিনে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা উপজেলার মাশিলা সীমান্তে অভিযান চালায় বিজিবি।

এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় মাদক চোরাকারবারী। পরে ওই প্যাকেটের মধ্য থেকে ২০ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল জব্দ করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক বলেন,উদ্ধার হওয়া ফেনসিডিল ও পিস্তল সংশ্লিষ্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।

দেখা হয়েছে: 341
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪