|

পুটখালী সীমান্তে ৭৫৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ ১২:৩৫ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ০৯, ২০১৮

পুটখালী সীমান্তে ৭৫৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

বেনাপোল সীমান্ত থেকে ৭৫৫বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শনিবার ভোরের দিকে সীমান্তের পুটখালী উওরপাড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ২১বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান সাংবাদিকদের জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে পুটখালী উত্তর পাড়ার একটি বাঁশ বাগানের ভিতর অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে তার বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭৫৫ বোতল ফেনসিডিল সহ জাহিদ হাসানকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

দেখা হয়েছে: 455
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪