|

পুঠিয়ায় বস্তাবন্দী গলাকাটা বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিতঃ ১১:১৩ অপরাহ্ন | এপ্রিল ১২, ২০২৪

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া এলাকায় বস্তা বন্দী এক বৃদ্ধা নারীর অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় এলাকাবাসী লাশটি দেখতে পায় তার পারিবারিক গোরস্থানে। খবর পেয়ে পুলিশ, পিআইবি ও সি আই ডি ঘটনাস্থলে এসে লাশটির নমুনা, তথ্য সংগ্রহ করেন। পুলিশ জানায়, গত ৪ দিন আগে বেদেনা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নারী নিজ বাসা থেকে ৪ দিন ধরে নিখোঁজ ছিলো। পরে তার ছেলে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়র করেন। নিহততের ছেলে রিপন জানায়, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিলো না মাকে। গত ঈদের দিন পুঠিয়া থানায় একটি অভিযোগ করেন। শুক্রবার বিকালে এলাকাবাসী বাড়ির পাশে প্রচন্ড দুর্গন্ধ ছড়ালে, তাদের পারিবারিক গোরস্থানে বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়। পুলিশ ও স্থানীয়রা বলছে, মৃতের মুখে ও হাত, পায়ে কসটেপ মারা ছিলো। গলা কাটার চিহ্ন ছিলো। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা পারিবারিক বা স্থানীয় কোন কহলের কারণে এমন ঘটতে পারে। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজ্জাক হোসেন দুলাল জানান। আমি এলাকার বাইরে ছিলাম খবর পেয়ে এসে দেখি এই ঘটনা। মেয়েটা নাকি চারদিন ধরে নিখোঁজ ছিল, আমি সেটা আজকে শুনলাম, পুঠিয়া থানা পুলিশ এসেছে এবং তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান জানায়, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়। কবরস্থানের সাথে ওয়ালের সঙ্গে দেখি বস্তাবন্দি একটি লাশ পড়ে আছ। পরে আমরা রাজশাহী সিআইডিকে খবর দিই সিআইডিএসে নমুনা সংগ্রহ করে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 48
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪