|

পুঠিয়ায় প্রেমিক আটকের ঘটনায় ধর্ষণ মামলা’পুরুষ শন্য গ্রাম

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ন | মে ২৮, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়েন প্রেমিকসহ তার দুই সহযোগী। এ ঘটনায় এলাকাবাসীর কাছে আটক প্রেমিক হায়দার আলীসহ সহযোগী দুই জনের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে প্রেমিকা কিশোরীর বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পুরুষ মানুষ সবাই আতংকে বাড়ি ছেড়ে পালিয়েছে। এদিকে পুলিশের কাছে আটক প্রেমিক তার সহযোগীদের উদ্ধার করে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য রামেক হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। আটককৃত প্রেমিক হায়দার আলী উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে ও রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং প্রেমিকা কিশোরী ভালুকগাছি গ্রামের হারুগাতি গ্রামের জৈনক ব্যাক্তির স্কুল পড়ুয়া মেয়ে (১৩)। এছাড়াও হায়দার আলীর দুই সহযোগী বন্ধু নাদিম মোস্তফা এবং রবিন হোসেন তাদের প্রতিবেশি বাসিন্দা। এর আগে (২৬ মে) রাববার দিনগত রাত ১২টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে হারুগাতি গ্রামে যায় হায়দার। এ সময় দুই বন্ধু নাদিম মোস্তফা ও রবিন হোসেনও তার সঙ্গে ছিল। মেয়েটি পুলিশকে জানিয়েছে, দেখা করতে এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হায়দার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এ সময় তার দুই বন্ধু পাশের বাজারে অপেক্ষায় ছিল। তবে ঘটনা টের পেয়ে স্থানীয়রা হায়দারসহ তার দুই বন্ধুকে আটক করে গণপিটুনি দেয়। একপর্যায়ে প্রেমিক হায়দারের এক পায়ে লোহার রডও ঢুকিয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে খবর পেয়ে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। তারা অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। এবং পুলিশকে জানায়,সকালে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বিচার হবে। এ নিয়ে গ্রামবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মসজিদের মাইক থেকে পুলিশকে প্রতিহত করতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত গ্রামের লোকজন গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। এবং গ্রামবাসী থানার নারী পুলিশ সদস্যদের লাঞ্ছিতও করে। এ সময় পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে ভোওে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদেরকে উদ্ধারসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এক এক করে অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের লাঠির আঘাতে গ্রামের অনেক মানুষ আহত হয়েছে তারা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তারা গা ঢাকা দিয়ে রয়েছে। হারুগাতি গ্রামে পুরুষ মানুষ সবাই আতংকে বাড়ি ছেড়ে পালিয়েছে। মহিলা মানুষ থাকলেও কেও বাইরে বের হচ্ছে না। তবে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হতে পারে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।#

দেখা হয়েছে: 286
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪