|

পুঠিয়ায় স্বাস্থ্যবিধি না মেনেই হাট-বাজারে হাজার হাজার মানুষজন

প্রকাশিতঃ ৬:৫২ অপরাহ্ন | জুলাই ০৭, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে: সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাণঘাতী করোনাভাইরাসের লকডাউনে রাজশাহীর পুঠিয়া উপজেলার গ্রামাঞ্চলের সাপ্তাহিক হাট বসছে। হাটগুলোতে মাস্ক ছাড়াই হাজার হাজার মানুষ জমায়েত হয়ে দেদারছে নিত্যপণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ হাট-বাজারে নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনকে জানালেও তারা গুরুত্ব দিচ্ছেন না। এতে অনায়সেই স্বাস্থ্যবিধি না মেনেই হাটে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে ক্রয়-বিক্রয় করছে।এলাকাবাসি সুত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষায় গত বৃহস্পতিবার নিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। ওই বিধিনিষেধ জেলা শহরে প্রভাব পড়লেও পুঠিয়া উপজেলার ঝলমলিয়া,বানেশ্বর,ধোপাপাড়া,মোলাøপাড়াসহ গ্রামাঞ্চলের কোনো প্রভাব নেই। গ্রামাঞ্চলের মানুষ অনায়াসে চলাফেরা করছে। সরকারি নিষেধাজ্ঞা মানাতে গ্রামাঞ্চলে উপজেলা প্রশাসনের নজরদাবি নেই। প্রশাসনের নজরদারি না থাকায় সাপ্তাহিক হাটগুলো দেদারছে বসছে। এদিকে, শাটডাউনের কারণে হঠাৎ করেই উপার্জন বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের। এই অবস্থায় দিনমজুর ও নি¤œআয়ের মানুষের জন্য গলার কাটা হয়ে দাড়িয়েছে লকডাউন বা শাটডাউন।তাই তারা মানতে না রাজী স্বাস্থ্যবিধি ও লকডাউনে। তবে বিধিনিষেধ মানতে মানুষকে বাধ্য করতে প্রশাসনের

দেখা হয়েছে: 236
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪