|

পুঠিয়ায় ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৩

প্রকাশিতঃ ৮:৪২ অপরাহ্ন | জুলাই ১৬, ২০২১

নাজিম হাসান রাজশাহী থেকে:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় ৪০ কেজি গাঁজা,১টি প্রাইভেট কার,৩ টি ভ্রমন ব্যাগ,১ টি ড্রাইভিং লাইসেন্স,১ সেট গাড়ীর কাগজপত্র,৩ টি মোবাইল,৪ টি সীমকার্ড,১ টি মেমোরিকার্ড, নগদ ২,৮০০ টাকাসহ আসামীদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বামনপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মনিরের ছেলে আল আমিন (২১), নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার সানারপাড়া গ্রামের রাজনের ছেলে রাব্বি হাসান (২১) এবং নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাগমারা গ্রামের মৃত আজিজারের ছেলে আব্দুস সবুর আলী (৪১)। র‌্যাবের কাম্পানি কমান্ডার মেজর নাজমুস শাকিব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী প্রাইভেট কারে মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছে।এমন বিষয়টি জানতে পেরে র‌্যাব জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ থানা মোড় সংলগ্ন জামে মসজিদের সামনে নাটোর টু রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে একটি প্রাইভেট কার থামানো মাত্রই তিনজন ব্যক্তি প্রাইভেট কারের দরজা খুলে পালানোর চেষ্টা করে। পরে কার থেকে ৪০ কেজি গাঁজা ও ৩ জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দেখা হয়েছে: 182
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪