|

পুরোদমে চলছে দূর্গাপূজার প্রস্তুতি প্রতিমাতে তুলির আঁচরে ব্যস্ত মৃৎশিল্পীরা

প্রকাশিতঃ ৮:৫৬ পূর্বাহ্ন | অক্টোবর ০৬, ২০১৮

পুরোদমে চলছে দূর্গাপূজার প্রস্তুতি প্রতিমাতে তুলির আঁচরে ব্যস্ত মৃৎশিল্পীরা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকী। পূজাকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে বিভিন্ন মার্কেটে বৃদ্ধি পেয়েছে বেচাকেনা অন্যদিকে মন্ডপে মন্ডপে নির্ঘুম রাত কাটাচ্ছে মৃৎশিল্পীরা। পূজার মন্ডপকে বিভিন্ন সাজে সজ্জিত করার কাজে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেটরের লোকজন।

বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায় শিল্পীরা তাদের মনের মাধুরি মিশিয়ে নির্মান করে যাচ্ছে প্রতিমা। দিন যতই ঘনিয়ে আসছে তাদের ব্যস্ততা যেন ততই বেড়ে চলছে। আবহমানকাল থেকে বাঙালী হিন্দুরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা সার্বজনীন ভাবে পালন করে আসছে।

মহালয়ার দিন থেকেই দেবীর আগমনী বার্তা পাওয়া গেলেও মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে । একজন মৃৎশিল্পি কয়েকটি মন্ডপে মূর্তি তৈরির অর্ডার নেওয়ার কারনে দিনরাত কাজ করতে হচ্ছে কারন সকল মূর্তি তৈরির কাজ ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। তাই এখন সব মন্ডপেই চলছে শেষ মুহূর্তের মাটির কাজ। গত বছর উপজেলায় ৪৯টি মন্ডপ স্থাপিত হলেও এবছর স্থাপিত হয়েছে ৫৭টি।

উদ্যোগী যুব সংগঠন (উযুস) এর মৃৎশিল্পী রতন পাল বলেন, ৮ম শ্রেণিতে পড়া অবস্থায় বাবার হাত ধরে এ কাজে আসা। তবে এ পেশায় সারা বছর কাজের চাহিদা না থাকায় নতুন করে এ পেশায় কেউ আসছেনা।এ থেকে অর্জিত আয় দ্বারা সংসার চালানো দায় হয়ে পড়েছে।

পূজার ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকার জানান, এখনও পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে । সুষ্ঠভাবে পূজা উদযাপনের বিষয়ে সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

নিরাপত্তার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর হোসেন জানান, অন্যান্য বারের চেয়ে এবছর আইনশৃংখলা বাহিনী অধিক সতর্ক রয়েছে। ইতোমধ্যে প্রত্যেকটি পূজা মন্ডবে পুলিশ অফিসারদের দায়িত্ব বন্টন করা হয়েছে।

দেখা হয়েছে: 738
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪