|

পুলিশকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে,অতিরিক্ত আইজিপি এনডিসি

প্রকাশিতঃ ৯:৪৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৪, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি এনডিসি মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন,নবীন পুলিশ সদস্যদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। এবং পুলিশরাই দেশের মানুষের সর্বোত্তম সেবক, এটা সবসময় মনে রাখতে হবে। জঙ্গি,মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। বর্তমানে পুলিশ বাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা,অপরাধ নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন,মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। জবাবদিহিতামূলক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ হবে অনন্য দৃষ্টান্ত। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় ১৬৩তম ব্যাচের রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ট্রেইনী রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। পরে কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।এতে উপস্থিত ছিলেন,একাডেমির উপাধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী,উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।সমাপনি কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন। এবার ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সফল ভাবে সমাপ্ত করেন ৬২৪ জন টিআরসি। বিভিন্ন বিষয়ে শেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে প্রশিক্ষণে বেস্ট একাডেমিক পুরস্কার টিআরসি ১১১ শান্ত রহমান, ফিজিক্যাল ট্রেনিং- এ টিআরসি ১৩১ মাহমুদুন নবী মিথুন, প্যারেডে টিআরসি ৩১৮ আহসান হাবীব, অস্ত্র চালনায় টিআরসি ২৮৪ মঞ্জুরুল ইসলাম, সাঁতারে টিআরসি ৪৩৪ সাইফুল ইসলাম এবং আন- আর্মড কমব্যাট টিআরসি ৪২৮ আবু জাহিদের হাতে পদক প্রদান করা হয়।

দেখা হয়েছে: 296
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪