|

পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি:স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ ৭:০০ অপরাহ্ন | জানুয়ারী ০২, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি বর্তমানে প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য অদূর ভবিষ্যতে সেই লক্ষ্যও পূরণ হবে গতকাল রবিবার ( জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে নবনিয়োগকৃত ট্রেইনি রিক্রুট কনস্টবল২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুকে সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আইজিপি . বেনজীর আহমেদ এসময় তিনি বলেন, পুলিশকে সেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে হবে আর এই ব্রত মানুষের মধ্যে বিশ্বাসে ধারণ করতে হবে কারণ পুলিশে যোগদান কোনো চাকরি নয়, এটি সেবা দেশের মানুষকে সততার মাধ্যমে সর্বদা বৈষম্যহীন সেবা দিতে হবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এসময় উপস্থিত ছিলেন,পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী বেগম জীশান মীর্জা,রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন অর্থজয়দেব কুমার ভদ্র, বিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামসহ রাজশাহীর পুলিশ উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ একাডেমিতে পৌঁছান সময় তাকে স্বাগত জানান আইজিপি, পুলিশ একাডেমির প্রিন্সিপ্যালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উল্লেখ্য, এবার সম্পূর্ণ পরীবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক যুগোপযোগী প্রক্রিয়ায় দেশব্যাপী পুলিশ সদস্য নিয়োগ পেয়েছে আর নিয়োগপ্রাপ্ত সেই তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবলদের এই মৌলিক প্রশিক্ষণ শুরু হলো

দেখা হয়েছে: 140
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪