|

পূজায় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফ্রি হাট!

প্রকাশিতঃ ৮:৪০ অপরাহ্ন | অক্টোবর ১৫, ২০২১

পূজায় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফ্রি হাট!

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ক্রয় সামর্থহীন দুস্থ্য অসহায় শিশু ও নারী পুরুষদের পূজায় আনন্দ দিতে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন পূজার ফ্রি হাট কর্মসূচী গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের খালবলা বাজার শিবমন্দির মাঠ চত্বরে আয়োজিত ফ্রি হাটের উদ্বোধন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সরেজমিন গিয়ে দেখা যায়, হাটের ক্রেতারা সবাই সমাজের অসহায় দুস্থ্য মানুষ। সামাজিক দূরত্ববজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের স্টলে প্রবেশ করানো হচ্ছে।

মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের অনিক কুমার নন্দী জানান, আঠারবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩ শতাধিক দুঃস্থ অসহায় শিশু নারী পুরুষের মাঝে জামা, শাড়ি, লুঙ্গী, প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়।

ফ্রি হাটের কর্মসূচী সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, সদস্য চাঁদা, ও সোশ্যাল মিডিয়ার শুভাকাক্ষীদের অর্থায়নের মাধ্যমে দুঃস্থ অসহায়দের মুখে হাসি ফোটাতে শারদীয় উৎসবে এ কর্মসুচী গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মুক্তিরবন্ধন ফাউন্ডেশন মুসলিম স¤প্রদায়ের রমজান ও ঈদে অসহায়দের জন্য ফ্রি হাটের অয়োজন করে থাকে। তেমনি হিন্দু স¤প্রদায়ের শারদীয় দূর্গোৎসবে ফ্রি হাটের ব্যবস্থা করে অসম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগ।

ফ্রি হাট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের সদস্য অনিক কুমার নন্দী, রনি সরকার, সুমনা দে, আতিকুর রহমান সোহাগ, শাহরিয়ার খান ইমন, ফাতেমা জামান মীম প্রমুখ।

দেখা হয়েছে: 192
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪