|

পূর্বধলায় বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, মানববন্ধন, গণস্বাক্ষরতা

প্রকাশিতঃ ৭:৫৬ অপরাহ্ন | ডিসেম্বর ১১, ২০১৯

পূর্বধলায় বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, মানববন্ধন, গণস্বাক্ষরতা

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ কে সামনে রেখে ‘বাল্য বিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ’ ঘোষণা করায় নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) র‌্যালি, মানববন্ধন, গণস্বাক্ষরতা অভিযান ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের নেতৃত্বে র‌্যালি, মানববন্ধন, গণস্বাক্ষরতা অভিযান ও শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতান সুমী আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার মো সাইফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, সমবায় অফিসার ওসমান গনি, যুব উন্নয়ন কর্মকর্তা এম এ মালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সূধীজন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালি ও মানবন্ধন শেষে সকলেই গণস্বাক্ষর ও শপথ বাক্য পাঠ করেন।

ঘন্টা ব্যাপি চলা এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করে। নিজস্ব ব্যানারে ব্যানারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গণস্বাক্ষরতা অভিযান পরিচালনা করেন।

দেখা হয়েছে: 602
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪