|

পূর্বধলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু কাল

প্রকাশিতঃ ৪:১৩ অপরাহ্ন | জুলাই ১৭, ২০১৯

পূর্বধলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু কাল

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ আগামীকাল ১৮ জুলাই নেত্রকোণার পূর্বধলা উপজেলায় থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলবে ৭ আগষ্ট পর্যন্ত। উপজেলার ১১টি ইউনিয়নে ছবি তোলা শুরু ১৭ আগষ্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত।

তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার জন্য অনলাইনে প্রদত্ত জন্ম সনদ, শিক্ষিত হলে পিএসসি/জেএসসি/জেডিসি/এসএসসি সনদ, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র, বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ সিহাব উদ্দিন জানান, যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তাদের আগে তারা হালনাগাদে নিবন্ধিত হতে পারবেন। হালনাগাদের পাশাপাশি ভোটার স্থানান্তর ও ভোটার তালিকা থেকে নাম কর্তনও করা হবে। যারা এর আগে ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন এবং ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, হালনাগাদের সময় তাদের নতুন করে ভোটার হওয়ার দরকার নেই।

বর্তমানে পূর্বধলা উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৫৫৮ জন।

দেখা হয়েছে: 429
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪