|

প্রচারণার শেষ দিনে তাহেরপুরে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইলেন জেলা নেতৃবৃন্দ

প্রকাশিতঃ ১০:১৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
নির্বাচনী প্রচারণার শেষ দিনে তাহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে সরকারের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাইলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের নির্বাচনীয় জনসভার আয়োজন করেন পৌর আওয়ামীলীগ। নির্বাচনীয় পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আলহাজ¦ মেরাজ উদ্দিন মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা ঊপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। এতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক কাউছার ও আমজাদ হোসেন মৃধা, তাহেরপুর পৌর কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক শাহ্ী, পুঠিয়ার শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগির হোসেন সরকার, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সহ তাহেরপুর পৌরসভার কাউন্সিলর প্রার্থী, মহিলা কাউন্সিলর প্রার্থী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি -সাধারণ সম্পাদক প্রমূখ। এদিকে, গতকাল বৃহস্পতিবার তাহেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণার শেষ দিন ছিলো। তাই আওয়ামীলীগ,বিএনপি ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে পৌর এলাকায় পায়ে হেঁটে, মোটরসাইকেল, মাইকোবাস এমনকি মিছিল ও পথসভা করে নির্বাচনী প্রচারণার ইতি টেনেছেন প্রার্থীরা। তবে পোস্টারে ছেয়ে আছে গোটা পৌর এলাকা এবং ১৪ই ফেব্রুয়ারী রবিবার নির্বাচন অনুষ্টিত হবে।

দেখা হয়েছে: 349
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪