|

প্রতিহিংসার রাজনীতি করলে অনেকেই বাড়ি ছাড়া হয়ে যেত

প্রকাশিতঃ ১২:২১ পূর্বাহ্ন | ডিসেম্বর ১৯, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

গত ১০ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা যদি মনে করতাম যারা সেদিন সন্ত্রাস করেছে, যারা সন্ত্রাসের উৎপত্তি করেছে- তাদের পায়ের নরলী (নলা) ভেঙে দিতে পারতাম।

আজ মঙ্গলবার বিকেলে বরিশালের মাহিলাড়া ডিগ্রি কলেজ চত্ত্বরে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসানাত আবদল্লাহ আরও বলেন, দীর্ঘ ২১ বছরে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে।  ওরা জাতীর জনককে স্বপরিবারে হত্যা করেছে।  জাতীয় চার নেতাকে হত্যা করেছে।

কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। যদি মনে করতাম, আমি প্রতিহিংসার রাজনীতি করব, তাহলে অনেকেই ঘরবাড়ি ছাড়া হয়ে যেত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর কবিরাজের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জনতা ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আশিক আব্দুল্লাহ, এইচ.এম জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছসহ অন্যান্যরা।

দেখা হয়েছে: 519
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪