|

ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে নাছিমার স্বপ্ন পূরন

প্রকাশিতঃ ১১:২০ অপরাহ্ন | অক্টোবর ৩০, ২০১৯

ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে নাছিমার স্বপ্ন পূরন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নাছিমা খাতুন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমি আছে ঘর নেই অনুদান থেকে একটি ঘর পেয়ে এভাবেই তাঁর অনুভূতির কথা প্রকাশ করছিলেন। গ্রামের সহজ সরল বৃদ্ধা নাছিমা খাতুনের বৃদ্ধ স্বামীসহ চার ছেলে এবং ৩ মেয়ের জননী খুবই মানবেতর জীবন যাপন করছিলেন বাসস্থান নিয়ে।

ঠিক তখনই চারিদিকে শুনতে পাওয়া যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায়দের ঘর দিচ্ছেন। বৃদ্ধা নাছিমাও স্বপ্ন দেখেন উনারাও ইট, টিনের নতুন একটি ঘর হবে।

ঈশ্বরগঞ্জ পরিবার নামক ফেসবুক গ্রুপের এডমিনের কাছে নাছিমা খাতুন ঘর পাওয়ার বিষয়ে সাহায্য চাওয়ার পর ঈশ্বরগঞ্জ পরিবারের এডমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট নাছিমা খাতুনের যোগাযোগ করিয়ে দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঠিক যাচাই-বাছাই শেষে ঘর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নাছিমা খাতুন জানান, এতোদিন মানুষের কাছে হুনতাম ইউএনও ম্যাডাম অনেক ভালা মানুষ। অহন আমি নিজেই প্রমাণ পাইছি। আমার পোলাপান নিয়া থাকার কষ্টটা দূর অইছে। ইউএনও ম্যাডাম সৎ মানুষ দেইক্কাই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরডা আমি টেহা ছাড়াই পাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপারে অনেক ধন্যবাদ। ঈশ্বরগঞ্জ পরিবার গ্রুপের বাবারা অনেক ভালা মনের মানুষ। আমি ভাবছিলাম হেরা ইউএনও আপার লগে দেখা করাইতে আমার কাছে টেহা চাইবো। কিন্তু কয়েকদিনে দেখলাম হেরা খুব ভালো মানুষ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পরিবারের এডমিন পারভেজ ভুঁইয়া জানান, নাছিমা খাতুনের মানবেতর জীবন যাপনের বিষয়টি জানতে পেরে ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া স্যারের নিকট উপস্থাপন করলে স্যার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। তিনি সাথে সাথে সচিবকে নির্দেশনাসহ নিজে তদারকির মাধ্যমে যাচাই-বাছাই করে নাছিমা খাতুনের ঘর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ঈশ্বরগঞ্জবাসীর জন্য সরকারের শ্রেষ্ঠ উপহার। ইতিমধ্যে উনার সততা এবং মানবিকতায় প্রকৃত ভুক্তভোগীরা প্রাপ্য অনুদান সঠিক ভাবে পাচ্ছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া জানান, প্রকৃত গৃহহীন বাছাই করাসহ গৃহ নির্মানের সকল কাজ নিজে তদারকির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন “একজন মানুষও গৃহহীন রইবে না” বাস্তবায়নে ভূমিকা রাখতে পেরেছি। যে পরিবারগুলো ঘর পেয়েছে তারা প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাঠে কাজ করার এটিই স্বার্থকতা। সদিচ্ছা থাকলে অসহায় মানুষের কাছে সকল সরকারি সেবা সঠিকভাবে পৌছে দেয়া যায়।

উল্লেখ্য, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত আশ্রায়ন প্রকল্পের আওতায় “যার জমি আছে ঘর নেই” ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত ৩২৩ জন পরিবার ঘর পেয়েছেন।

দেখা হয়েছে: 946
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪