|

ফুটফুটে শিশু রিমিকে বাঁচাতে মা-বাবার আকুতি

প্রকাশিতঃ ১১:১২ অপরাহ্ন | জানুয়ারী ২৪, ২০২০

ফুটফুটে শিশু রিমিকে বাঁচাতে মা-বাবার আকুতি

মো: রুবেল হোসেন, লক্ষ্মীপুরঃ ফারজানা আক্তার রিমি, বয়স সাড়ে ৪ মাস। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে আল্ট্রসোনাগ্রামে তার হার্টে ছিদ্র ধরা পড়ে। ফুটফুটে এ শিশুটির ভবিষ্যৎ এখন ধোঁয়াশায় ঘিরে রয়েছে। তাকে বাঁচাতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন।

কিন্তু শিশুটির বাবা নির্মাণ শ্রমিকের সহযোগী মো. রাজুর পক্ষে এটি দুঃস্বপ্ন। দেড় বছর আগে পানিতে পড়ে তার বড় মেয়ে রেশমি আক্তার মারা যায়। এখন ছোট মেয়েটিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে জোর আকুতি মা-বাবার।

রিমিকে নিয়ে তার বাবা মো. রাজু ও মুক্তা আক্তার লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। তারা স্থানীয় বাসিন্দা। তাদের কোন ধন-সম্পদ নেই। যে ঘরটিতে তারা এখন বসবাস করছে সেটিও অন্যের। যেকোন সময় সে আশ্রয়টুকুও তাদের ছেড়ে দিতে হবে। শিশু রিমিকে বাঁচাতে সহযোগীতার জন্য যোগাযোগ- শিশুর মা মুক্তা আক্তার, ০১৭২৭৬৭৭২৩৮ (বিকাশ পারসোনাল)।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর রিমি অসুস্থ হয়ে পড়লে লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়। সেখান থেকে তাকে নোয়াখালীতে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. গিয়াস উদ্দিনের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

৪ জানুয়ারি রিমিকে চিকিৎসক গিয়াস উদ্দিনের চিকিৎসার জন্য নিলে আল্টাসোনাগ্রাম করতে দেন। পরীক্ষার প্রতিবেদনে রিমির হার্টে ছিদ্র ধরা পড়ে। এসময় আগামি ৩ মাসের মধ্যে ঢাকার মিরপুরে জাতীয় হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

রিমির মা মুক্তা ও বাবা রাজু জানায়, তাদের বড় মেয়ে রেশমি আক্তার দেড় বছর আগে মারা গেছে। এখন তার ছোট মেয়েটিরও জীবন ঝুঁকিতে রয়েছে। মেয়েটিকে হারালে তাদের বাঁচার আর কোন স্বপ্ন থাকবে না। এজন্য তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগীতার আকুতি জানিয়েছেন তারা।

জানতে চাইলে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন বলেন, শিশু রিমির ডাক্তারি পরীক্ষার কাগজপত্রগুলো আমি দেখেছি। শিশুটিকে দ্রুত ঢাকায় নিয়ে অপারেশন করতে চিকিৎসক জানিয়েছেন। এরজন্য প্রচুর টাকার প্রয়োজন। ফুটফুটে এ শিশুটিকে বাঁচাতে সমাজের প্রতিটি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।

দেখা হয়েছে: 758
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪