|

ফুলছড়িতে ৪ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনে ডেপুটি স্পিকার

প্রকাশিতঃ ৯:০৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ২২, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার ফুলছড়িতে ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব এডভোকেট ফজলে রাব্বী মিয়া।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম ফেরদৌস ও ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আল ইমরান, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার খোরশেদ আলম, গাইবান্ধা জেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মিয়া প্রমুখ। মেলা ১৪টি স্টল বসানো হয়েছে।

উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কয়েকজন কৃষকের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ চারা বিতরন করেন।

দেখা হয়েছে: 272
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪