|

ফুলবাড়িয়ায় কৈয়ারচালা-সাগরদিঘী ১০ কিলোমিটার সড়কে কার্পেটিং সম্পন্ন

প্রকাশিতঃ ৮:০৬ অপরাহ্ন | জানুয়ারী ২৩, ২০২২

ফুলবাড়িয়ায় কৈয়ারচালা-সাগরদিঘী ১০ কিলোমিটার সড়কে কার্পেটিং সম্পন্ন

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নবিদেপ প্রকল্পের কৈচারচালা নছর দোকান হয়ে সাগরদিঘী পর্যন্ত আর এইচ ডি জিবি প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে ১০ কিলোঃ ১শ মিটার সড়কের পাকা করনের কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকৌশল অফিস প্রধানমন্ত্রীর ঘোষিত জনগুরুত্বপূর্ন এ সড়কের কার্পেটিং কাজ করিয়েছেন পেভার মেশিনে ।

উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ জানান, বিপুল টাকা ব্যয়ে নির্মিত সড়কটি মসৃন, টেকসই সায়িত্বশীল করতে পেভার মেশিনে কার্পেটিং করা হয়েছে।

জানাযায়, প্রধানমন্ত্রী ঘোষিত ৮ কোটি ৪০ লাখ ১৫ হাজার ২শ ৫৯ টাকা ব্যায়ে সড়কটির কাজ পায় রাজধানীর জনৈক ঢালি কনসট্রাকশন। স্থানীয়বাসী সড়কটির গুরুত্ব তুলে ধরে মসৃন, স্থায়িত্বশীল ও টেকসই উন্নয়ন করতে স্থানীয় প্রকৌশলী বরাবর আবেদন জানায়। স্থানীয়বাসির আবেদন গুরুত্ব সহকারে নিয়ে উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বিপুল টাকা ব্যয়ে নির্মিত এ রাস্তাটি পেভার মেশিনের মাধ্যমে কার্পেটিং কাজ সম্পন্ন করান।

সুসুতি গ্রামের ভ্যান চালক আঃ রহিম বলেন, এখন আমাদের ভ্যান চালাতে কষ্ট হয় না। সড়কে ভ্যান যায় চেলচেলি।

নছর দোকান মোড়ের ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, সাগরদিঘীর ব্যবসায়ীরা ফুলবাড়িয়া হয়ে বিভাগীয় নগরীর ময়মনসিংহে অনায়াসে মালামাল ক্রয় করে নিয়ে যেতে পারে। এতে সময় একেবারেই কম লাগে।

নবিদেব প্রজেক্টের প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমরা পেভার মেশিনে সড়কটির কার্পেটিং কাজ করেছি। এতে সড়কটি মজবুত, টেকসই আর মসৃন হয়েছে।

উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বলেন, প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ সড়ক নির্মান কাজ শেষ হওয়ায় স্থানীয়বাসীর দীর্ঘদিনের দাবী পূরন হলো।

দেখা হয়েছে: 124
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪