|

ফেনী ও দাগনভূঞায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

প্রকাশিতঃ ৯:২৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৩, ২০১৮

সড়ক দূর্ঘটনা

হাবীব মিয়াজী, ফেনীঃ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন জেলার ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ফরহাদ রেজা মুকুল (৩০), তার শ্যালক মোহাম্মদ সায়েম (১৩) ও পিকআপ চালক নজরুল ইসলাম (৩২)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী মহাসড়কে বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মুহুরিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহবুবুল আলম বলেন, জেলার ফুলগাজী থেকে একটি প্রাইভেট কার চট্টগ্রাম বিমানবন্দর যাচ্ছিল। ফেনী সদর উপজেলার কসকা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক নারীসহ চারজন আহত হন। তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক মো. মুস্তাফিজুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ফরহাদ মারা যান। আর সায়েমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরহাদের স্ত্রী ফাতেমা-তুজ জোহরা অ্যানি ও প্রাইভেটকার চালক গিয়াস উদ্দিনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। আর পিকআপ চালক নজরুল মারা যান ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলা গেইট এলাকায়।

দাগনভূঁঞা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বাঁধন পরিবহনের একটি বাস ও পিকআপের সংঘর্ষ হলে নজরুল ঘটনাস্থলেই নিহত হন। নজরুল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার তাহেরঘোনা গ্রামের মন্তু মিয়ার ছেলে।

এছাড়া পিকআপের এক যাত্রী আহত হওয়ায় তাকে দাগনভুঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।পুলিশ পিকআপ ও বাসটি আটক করলেও বাসচালককে ধরতে পারেনি।

দেখা হয়েছে: 475
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪