|

ফের ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরো শক্তিশালী করা হবে-প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ৫:৫৭ অপরাহ্ন | নভেম্বর ০৬, ২০১৮

অনলাইন বার্তাঃ

সামনে নির্বাচন, আবার ক্ষমতায় আসতে পারলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে নৌ সদস্যদের সুযোগ সুবিধাও বাড়ানো হবে। গতকাল সোমবার রাজধানীর খিলক্ষেতে বানৌজা শেখ মুজিব ঘাঁটির কমিশনিং ও ২২টি বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বানৌজা শেখ মুজিব হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের প্রথম নৌ ঘাঁটি। এ নৌ ঘাঁটিতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নৌ বাহিনীর বিভিন্ন অপারেশনাল কার্যক্রম  পরিচালনায় উন্নত তথ্যপ্রযুক্তি কর্মসূচি, নেভাল ইন্টেলিজেন্স গোয়েন্দা প্রশিক্ষণ এবং দুর্যোগের সময় হেলিকপ্টারগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

নৌঘাটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত যে, বানৌজা শেখ মুজিব ঘাঁটি যাত্রা শুরু করলো। এই ঘাঁটি নিজস্ব অপারেশনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবেলায় বিশেষ দায়িত্ব পালন করবে। তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যেই নৌবাহিনী আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে ওঠেছে। আজকে আমরা পূণার্ঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছি। নৌবাহনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আমাদের ছিল। তাই আমরা সরকার গঠনের পর নৌবাহীনিকে বিভিন্নভাবে শক্তিশালী করেছি এবং আন্তর্জাতিকমানে উন্নীত করেছি।

শেখ হাসিনা বলেন, প্রথমবার মাত্র ৫ বছর সরকারে ছিলাম। তার মাঝেই যতটুকু করা সম্ভব করেছিলাম। এরপর আবার যখন ২০০৯ সালে সরকারে আসি তখন থেকে এই নৌবাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি। আমি আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি যে, সার্বিকভাবে একদিকে যেমন দেশের আর্থসামাজিক উন্নয়ন আমরা করে যাচ্ছি। অর্থনৈতিকভাবে দেশকে মজবুত করছি অপরদিকে আমাদের স্বাধীনতার প্রতীক এ বাহিনীসমুহকে আরো উন্নতমানের করা যাতে বিশ্বের আমরা মর্যাদা নিয়ে চলতে পারি।

নৌবাহিনীর জন্য আবাসনের ব্যবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী তারা এবং তাদের পরিবারবর্গ সুন্দরভাবে বসবাস করবে। একই সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করবে এবং আন্তরিকভাবে কাজ করে যাবে। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সশস্ত্র সালাম জানানো হয়।

পরে প্রধানমন্ত্রী নৌ ঘাটির কমিশনিং ফরমান ঘাঁটি কমান্ডারের হাতে তুলে দেন। পরে অনুষ্ঠানে ‘বাংলাদেশ নৌ বাহিনী ২১০০’ বইয়ের মোড়ক উন্মেচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ: নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় সংসদীয় কমিটির প্রতিনিধি দল। গতকাল বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলের সদস্যরা এ মন্তব্য করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে তারা প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি একজন উদাহরণ। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন বাংলাদেশের নারীদের রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে অংশগ্রহণ করা খুবই কঠিন ছিল। কিন্তু তার সরকারের সময় নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সমাজের সব ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ বাড়ছে এবং নারীরা ভালোও করছে। সাক্ষাতে রাজনীতি, ধর্মীয় সম্প্রীতি, আঞ্চলিক কানেকটিভি, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করছে। কিছু মানুষ ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলেও এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে তারা সফল হতে পারছে না।

শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করা, যাতে তারা সুন্দরভাবে বাঁচতে পারে। সমাজের হতদরিদ্র, অসচ্ছল, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতা বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভারত ও চীনকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু প্রণীত পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতিতে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখছে। ইউরোপীয় প্রতিনিধি দলে পাঁচজন পার্লামেন্ট সদস্য ও চারজন কর্মকর্তা ছিলেন। সংসদ সদস্য হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানও সাক্ষাতে উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 470
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪