|

বই মানুষকে মানবিকতা শেখায় ও কর্মে উদ্দীপ্ত করে-মসিক মেয়র টিটু

প্রকাশিতঃ ১০:২৬ অপরাহ্ন | জানুয়ারী ১২, ২০২২

বই মানুষকে মানবিকতা শেখায় ও কর্মে উদ্দীপ্ত করে-মসিক মেয়র টিটু

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুন্দর মনের মানুষ প্রয়োজন। বই সুন্দর মনের মানুষ তৈরি করে, মানবিকতা শেখায়, কর্মে উদ্দীপ্ত করে। সমৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই। বুধবার নগরীর বৈশাখী মঞ্চে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ছয়দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মেয়র।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র টিটু আরো বলেন, নিজেকে সমৃদ্ধ ও সুশিক্ষিত করতে বই পড়তে হবে। পাঠ্যপুস্তকের সাথে দেশ, সমাজের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে, গুণী মানুষের জীবনকে অধ্যয়ন করতে হবে। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল, কবি স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ বইমেলা আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বই মেলায় দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের প্রায় ১০ হাজার বই থাকবে বলে আয়োজকরা জানান।

দেখা হয়েছে: 186
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪