|

বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২, ৬ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ ৩:৩৮ অপরাহ্ন | জুন ০১, ২০১৯

বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২, ৬ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় বিজিবির দুই সদস্য আহত হন। অন্যদিকে কাঠের নৌকাসহ ৬ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, শনিবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরের ভিত্তিতে তিনি বিশেষ একটি টহল দল নিয়ে কে.কে খালে টহলে যায়।

কিছুক্ষণ অবস্থানের পর একটি নৌকা নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারীরা নৌকা ফেলে গুলিবর্ষণ করতে করতে পাশের কেওড়া বনে পালিয়ে যায়। পরে কে.কে খালের মধ্যে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতরা হলো- মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার নাগাকুরার রাইম্যাবিলের সুলতান আহমদের পুত্র আব্দুল গফুর (৪০) ও টেকনাফ কেরুনতলীর মৃত শরীফ আহমদের পুত্র মোঃ সাদেক (২৩)।

অপর দিকে শুক্রবার রাত ৯টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দমদমিয়াস্থ ওমরখালে অভিযান চালিয়ে ডুবন্ত নৌকাসহ ৫ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে।

দেখা হয়েছে: 393
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪