|

বরিশালে এমপি হতে চান ইকবাল হোসেন তাপস

প্রকাশিতঃ ৩:০০ অপরাহ্ন | নভেম্বর ১৬, ২০১৮

খোকন হাওলাদার, বরিশাল:

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে পরাজিত জাতীয় পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস এবার একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের হাতে মনোনয়ন ফরম জমা দেন ইকবাল হোসেন তাপস।

এ সময় বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন মানিক, আকতার রহমান, অ্যাডভোকেট জলিল, ফরহাদ হোসেন হাবিল, রুস্তম আলি খান, মঞ্জুরুল আলম খোকন, ফোরকান তালুকদার, ননি গোপালসহ বরিশাল জেলা ও মহানগর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল-৫ (সদর) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে একাদশ সংসদ নির্বাচনে লড়তে চান ইকবাল হোসেন তাপস। এর আগে গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তাপস।

ইকবাল হোসেন তাপস বলেন, সিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির কারণে আমরা বিজয়ের মুখ দেখতে পাইনি। এবার সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি, সেই সঙ্গে দলীয় মনোনয়ন নিয়ে জয়ী হবো।

দেখা হয়েছে: 544
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪