|

বরিশাল শেবামেকে ২ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিতঃ ৯:৪৪ অপরাহ্ন | অক্টোবর ২০, ২০১৯

বরিশাল শেবামেকে ২ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে রোগীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে হাসপাতালের নিচ তলায় টিকেট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো ছিনতাই চক্রের হোতা হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টার সংলগ্ন চরেরবাড়ির বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম ও মাদারীপুরের বাসিন্দা সুমন হোসেনের স্ত্রী সুমি বেগম।

কোতোয়ালি মডেল থানার এসআই নাজমুল হুদা জানান, নগরীর রূপাতলী এলাকার সুমি আক্তার চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে আসেন। লাইনে দাড়িয়ে টিকিট কাটার সময় সুমি নামের ছিনতাইকারী তার ব্যাগ খোলার চেষ্টা করলে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ছিনতাইকারী সুমিকে হেফাজতে নেয়।

নাজমুল আরো জানান, সুমির স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই চক্রের নিয়ন্ত্রক ঝর্ণা বেগম নামের নারীকে হাসপাতালের বহির্বিভাগ থেকেই আটক করা হয়। তাদের দু’জনকেই কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আটক সুমি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘ দিন ধরেই হাসপাতালে রোগীর টাকা এবং স্বর্ণালংকার ছিনতাই চক্রের সাথে জড়িত। প্রতিদিন ৫/৭ হাজার টাকা ছিনতাই করে। তবে হাসপাতালে প্রবশ করতে হলেই ২ হাজার টাকা দিতে হয় ঝর্ণাকে। আর স্বর্ণালংকার পেলে তারও ভাগ নেয় ঝর্ণা। এই চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত। তাদের সবাইকেই পরিচালনা করে ঝর্ণা।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেখা হয়েছে: 447
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪