|

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিতঃ ২:২৫ অপরাহ্ন | অক্টোবর ০৩, ২০১৯

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

দেশটির রাজধানী মাদ্রিদের অদূরে খেতাফে মাঠে গতকাল (০১ অক্টোবর ) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী প্রবাসি সহ বিভিন্ন দলের খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি এ এস আই আর রবিন প্রবাসের কর্মজীবনের খেলাধুলা চর্চা কে উন্নত মন মানসিকতা এবং আধুনিক জীবন গঠনে সহায়ক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি কাজী এনায়েত করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া, অর্থ সম্পাদক আবুল হাসেম, সহ সাংগঠনিক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক আবু বক্কর, সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামীম, ক্রীড়া সম্পাদক মোঃ শায়েক মিয়া, সুমন হাওলাদার, সহ সংস্কিতিক সম্পাদক হানিফ মিয়াজী, সদস্য আব্দুল মজীদ সুজন,সহ প্রচার সম্পাদক আমির হুসেন, সদস্য সুজন মুন্সী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মুমিনুল ইসলাম স্বাধীন, কমিউনিটি নেতা একরামুজ্জামান কিরণ, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলাম, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক কবির আল মাহমুদ, ঢাকা জেলা এসোসিয়েশন সাধারণ সম্পাদক মাসুদূর রহমান, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম,গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ সামাদ ও আরজু মিয়া আবিদুর রাহমান জসীম প্রমুখ।

এসময় বক্তারা বলেন প্রবাসের তরুণ যুব সমাজের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে ,কেননা যে সময়ে স্কুল-কলেজে থাকার কথা ,সেই সময় মাঠে ক্রিকেট-ফুটবলে মত্ত থাকার কথা , তাঁরা প্রবাসে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি। এই দামাল ছেলেরা প্রবাসের জীবন জীবিকার ফাঁকে শরীরচর্চা মাধ্যমে নিজেদের চর্চা করছে। তরুণ যুব সমাজের পাশে থেকে আগামী দিনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন |

উদ্বোধনী খেলায় গত তিন বারের চ্যাম্পিয়ন ঢাকা ফ্রুতাস স্পোর্টিং ক্লাবকে ৩২ রানে হারিয়ে জয়লাভ ব্রাক্ষণবাড়িয়া স্পোটিং ক্লাব।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি দলগুলো হচ্ছে টাইগার মাদ্রিদ, ভিল্লাভের্দে আলতো স্পোটিং ক্লাব, মাদ্রিদ ইউনাইটেড, শাহজালাল স্পোটিং ক্লাব সিলেট, হবিগঞ্জ ইয়ং ষ্টার স্পোটিং ক্লাব ও ব্রাক্ষণবাড়িয়া স্পোটিং ক্লাব বি।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট আটটি টিম অংশগ্রহণ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার টিম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

দেখা হয়েছে: 623
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪