|

বাউফালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

প্রকাশিতঃ ২:৪৬ অপরাহ্ন | নভেম্বর ০৬, ২০২১

বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতার প্রভাব ঘাটিয়ে আধা-পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনা ঘটেছে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া কাঠের পোল এলাকায়।

অভিযোগ সূত্র জানা যায়, বাহির দাশপাড়া মৌজায় ৪০৫ নং খতিয়ানের একাধিক দাগে মৃত রহিম বিশ্বাসের ছেলে মো. জসিম উদ্দিন (৬৫) পৈত্রিক সূত্রে ৫.১৮ ও তাঁর ছেলে মো. জোবায়ের হোসেন (৩৫) ক্রয় সূত্রে ৪.৭৫ শতাংশ জমির মালিক।

ওই জমিতে জোরপূর্বক মো. আল-আমিন বিশ্বাস (৪০) ক্ষমতার প্রভাব ঘাটিয়ে রাতের আঁধারে আধা পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে। ওই নির্মাণ কাজে জসিম উদ্দিন বাঁধা দেয় এবং বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ কোন কার্যকারী ভূমিকা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয় জসিম উদ্দিন। আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞা জারি করা হলেও নির্মাণ কাজ চলমান রেখেছে আলামিন বিশ্বাস।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ওই বিরোধপূর্ণ জমিতে আধা পাকা টিন সেট দোকান ঘর নির্মিত হয়েছে। গোপনে অন্য বাড়িতে দোকানের দরজা ও ঝাঁপ কাজ করছেন কয়েকজন কাঠ মিস্ত্রিরা।

কর্মরত কাঠ মিস্ত্রি শ্যামল ঘরামী বলেন,’ আলামিন ভাইয়ের দোকানের মুল কাজ শেষ। এখন দরজা ও ঝাঁপ তৈরির কাজ চলছে।
মো. জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমাণ্য করে জোরপূর্বক আমাদের জমি দখল করে ঘর নির্মাণ করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আল আমিন বিশ্বাস বলেন, আমি আমার জমিতে ঘর তুলছি। এবিষয়ে পুলিশ জানেন।

এবিষয়ে বাউফাল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 203
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪