|

বাগমারার গোয়ালকান্দিতে আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিতঃ ৬:৩০ অপরাহ্ন | অগাস্ট ১৫, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ৭ ঘটিকা সময় আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বাগমারা উপজেলা কার্যকরি কমিটির সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ বকুল আলী খরাদী,আওয়ামীলীগের নেতা ও মেম্বার মোঃ আনিছুর রহমান শেখ, কৃষকলীগ সদস্য মোঃ আব্বাস আলী মোল্লা, সহ-সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক মোল্লা, মেম্বার মোঃ মাহাবুর রহমান সরকার, প্রচার ও প্রকাসনা বিসয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক রাজু,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সামসুল হক,দপ্তর সম্পাদক আঃ জলিল, শিক্ষা ও মানব সম্পাদক মোঃ মহসিন আলী,কীড়া সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ আফজাল হোসেন, মোঃ আব্দুল জলিল, মোঃ সাইফুল ইসলাম,বেলাল উদ্দিনসহ ইউনিয়ন যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দু প্রমুখ। এসময় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু এমন এক জাতি জন্ম দিয়ে গেছেন,যে জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছে। বাঙ্গালি জাতিকে এমন দিক-দর্শন দিয়ে গেছেন, সে দিক-দর্শনের দিকে তাকিয়ে বাঙ্গালি জাতি এখন এগিয়ে চলেছে। ও বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন তা আমাদের অনুসরণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পররাষ্ট্র নীতি প্রণয়নে যে অসাধারণ দূরদৃষ্টি ও সাহসীকতা প্রদর্শন করেন তা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসার পরপরই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার অনুরোধ জানান এবং সে অনুরোধের জবাবে, ভারত সরকার তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। এবং বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি কুচক্রীরা। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়ে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছে।

দেখা হয়েছে: 237
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪