|

বাগমারার তাহেরপুর পৌর মেয়র কালামের করোনা জয়

প্রকাশিতঃ ৭:১১ অপরাহ্ন | অগাস্ট ১৬, ২০২০

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ কোভিড-১৯ করোনা ভাইরাস জয় করেছে। এ উপলক্ষে গতকাল রবিবার মেয়রের ব্যক্তিগত উদ্যোগে তাহেররপুর পৌর মিলনায়তনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর রহমানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন,পৌর আ’লীগের সহসভাপতি কাউসার আলী, তাহেরপুর কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, তাহের মাদ্রসার অধ্যক্ষ সাইদুর রহমান, আ’লীগের উপদেষ্টা সাবেক ব্যংকার আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক শওকত হোসেন, আ’লীগ নেতা মাষ্টার বকুল খরাদী, যুবলীগ সভাপতি আল মামুন, উপজেলা আ’লীগেরর সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, তাহেরপুর কলেজের সহকারি অধ্যাপক শ্রী সত্যজিৎ রায় তোতা প্রমুখসহ বিভিন্ন মহজিদের ইমাম,মোয়াজ্জেম ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও পৌর এলাকার প্রতিটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার অনাথ শিশুসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দেড় হাজার লোকজন। উল্লেখ্য গত জুলাই মাসের শুরুতে বিভিন্ন কার্য উপলক্ষ্যে ঢাকায় গমন করেন তাহেরপুর মেয়র। ঢাকাতেই তিনি জ্বর সহ করোনার অন্যান্য উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। পরে ২৮ জুলাই বাগমারা মেডিকেলে তিনি নমুনা প্রদান করেন। এর এর চারদিন পর রিপোর্ট মেয়রের করোনা পজিটিভ ধরা পড়ে। এর পর একাধারে তিনি টানা ১৭ দিন হোম আইসোলেসনে থাকেন। পরে চলতি মাসের ১২ তারিখ মেয়র আবারো নমুনা প্রদান করে দুই দিন পর রিপোর্টে তার করোনা নিগেটিভ চলে আসে।#

দেখা হয়েছে: 267
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪