|

বাগমারার নরদাশ ইউপি আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৯:২৬ অপরাহ্ন | মার্চ ১৪, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোরসার উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন নরদাশ ইউনিয়ন আ’লীগ। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মুকুল। এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রাবেয়া খাতুন ও যুগ্ম সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান। নরদাশ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, রাজশাহী জজ কোর্টের পিপি ইব্রাহীম হোসেন, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, উপজেলা আ’লীগের সদস্য বকুল খরাদী,চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য কাউন্সিলর হাচেন আলী, সামসুল হক, জাহাঙ্গীর আলম, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, কাচরীকোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুলল মজিদ মাস্টার, সম্পাদক আব্দুল মান্নান, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। উক্ত সম্মেলনে উপজেলার, ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথমে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 298
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪