|

বাগমারার ভবানীগঞ্জে বিআরটিএ কর্মকর্তার মৌসুমী ড্রাইভিং স্কুল পরিদর্শন

প্রকাশিতঃ ৫:০৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায় মৌসুমী মটর ড্রাইভিং স্কুল পরিদর্শন করছেন রাজশাহীর বিআরটিএ’র কর্মকর্তা। গতকাল শুক্রবার বিকেলে বিআরটিএ’র কর্মকর্তা মিজানুর রহমান মৌসুমী মটর ড্রাইভিং স্কুলে এসে পৌছালে প্রতিষ্ঠানের প্রশিক্ষনার্থীরা তাকে অভ্যার্থনা জানান। এ সময় মিজানুর রহমান মটর ড্রাইভিং স্কুলের বিভিন্ন প্রশিক্ষন উপকরণ ও প্রশিক্ষন স্থান পরিদর্শন ও প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌসুমী মটর ড্রাইভিং স্কুলের পরিচালক ল্যাঃ কর্পোঃ এমটি(অব) সরদার মোঃ হুজুর আলী, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, মৌসুমী মটর ড্রাইভিং স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, ভর্তি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ ফরিদ, কম্পিউটার অপারেটর মিস হোসনো আরা খানম, উপদেষ্টা সদস্য মোস্তাফিজুর রহমান টুকু, আহসান হাবীব, জহুরুল ইসলাম, শামসুদ্দিন, রেজাউল করিম, ফয়সাল আহম্মেদ সহ স্কুলের প্রশিক্ষনার্থীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে পরিদর্শন শেষে বিআরটিএ কর্মকর্তা মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্র প্রতিষ্ঠানটি এলাকায় মটরযান প্রশিক্ষনের মাধ্যমে বেকার সমস্যা দূরীকরন ও রাস্তাঘাটে চলাচলকারী বিভিন্ন যানবাহনের দূর্ঘটনা রোধ করার জন্য চালক ও যাত্রীদের সচেতনামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন। উল্লেখ্য মৌসুমী মটর ড্রাইভিং স্কুলটি ২০০২ সালে উপজেলার প্রানকেন্দ্র ভবানীগঞ্জ পৌরসভায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি থেকে এযাবৎ প্রায় ১৫ হাজার বেকার যুবক বিভিন্ন শ্রেণির মটরযান চালানোর প্রতিক্ষন নিয়ে দেশে বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

দেখা হয়েছে: 332
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪