|

বাগমারার হামিরকুৎসা ইউপি নির্বাচনে ব্যস্ত সময় পার করছে ফিরোজ

প্রকাশিতঃ ৪:৪৮ অপরাহ্ন | ডিসেম্বর ২৭, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক ফিরোজ।এই ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটাদের মাঝে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চশমা মার্কা নিয়ে রাশেদুল হক ফিরোজ নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন। নিজের অবস্থান সুসংহত করতে রাশেদুল হক ফিরোজ প্রতিদিন গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে তিনি বলেন,আমাকে নির্বাচিত করা হলে শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করব-ইনশাল্লাহ। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে চশমা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করে যাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে বাড়ি, পাড়া-মহল্লা, হাট-বাজার ও রাজনৈতিক কার্যালয় গুলোতে রাশেদুল হক ফিরোজের নাম সর্বাধিক আলোচনায় উঠে এসেছে। এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হক ফিরোজ সবাইকে সঙ্গে নিয়ে অবহেলিত ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা করে যাচ্ছে। এবং একজন পরিচ্ছ্ন্ন সাদা মনের মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্রতিটি গ্রামে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরছেন প্রার্থীগণ। বিভিন্ন উন্নয়নের কথা বলে স্থানীয় ভোটারদের কাছে আশা জোগাচ্ছেন তিনি। এবং যাদের হাত দিয়ে বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন। সহজেই যেহেতু লোকজন চেয়ারম্যানদের কাছে যেতে পারেন সে জন্য সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করেন ভোটাররা বলে জানান রাশেদুল হক ফিরোজ। এদিকে, ভোটারদের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন পাঁচজন প্রার্থী। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানোয়ারা খাতুন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাফিনুর নাহার, রাশেদুল হক ফিরোজ এবং বেলাল উদ্দীন শাহ। তবে সানোয়ারা খাতুন প্রথম বারের মতো আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে দ্বিতীয় বারের মতো আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন। সেই সাথে দ্বিতীয় বারের মতো ঘোড়া প্রতিক নিয়ে  নির্বাচন করছেন শাফিনুর নাহার। তিনি এর আগে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি। পাশাপাশি চশমা প্রতিক নিয়ে রাশেদুল হক ফিরোজ এবং মটরসাইকেল প্রতিক নিয়ে বেলাল উদ্দীন শাহ প্রথম বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। সকল প্রার্থী লোকজনের পাশে থেকে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে পাঁচ প্রার্থীর ব্যস্ততা ততোই বাড়ছে। এবিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, পঞ্চম ধাপে বাগমারায় অনুষ্ঠিত নির্বাচনকে সুষ্ঠ শান্তিপূর্ন, নিরপেক্ষ ও সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে প্রশাসন। এই নির্বাচনে বিশৃংখলা, পেশিশক্তি বা কোন রকম সহিংসতা মেনে নেয়া হবে না। কোন প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখা হয়েছে: 132
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪