|

বাগমারায় এখন করোনার ফেরিওয়ালা সাদ্দাম হোসেন

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | জুন ১৮, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীর বাগমারা উপজেলায় ছোট্র ভ্যানে করে থালা বাসন কাপ পিপিচ সহ গৃহস্থলি বিভিন্ন সামগ্রী বিক্রি করে করেন সাদ্দাম হোসেন(২৫)। তার ভ্যানে লাগানো রয়েছে দুটি সাউন্ড বক্্র। আগে এই সাউন্ড বক্্ের বিভিন্ন শিল্পীর গান ও খ্যাতিমান মওলানাদের ওয়াজ বাজাত সাদ্দাম আর ঘুরে বেড়াত দিনভর গ্রাম গঞ্জের রাস্তায় রাস্তায়। এখনও সাদ্দাম ওইসব গৃহস্থলি পন্য ভ্যানে নিয়ে ফেরি করে বেড়ান। তবে তার সাউন্ড বক্্ের এখন আর আগের মত গান বা ওয়াজ বাজে না। সেখানে এখন অবিরাম বেজে চলেছে করোনার সতর্কতা মূলক বিভিন্ন সরকারি ঘোষনা ও করোনা সচেতনতা মূলক গান। করোনার এসব সতর্ক বানী ও গান বাজিয়ে পন্য ফেরি করায় সাদ্দাম এখন করোনার ফেরিওয়ালা নামে পরিচিতি পেয়েছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের সাদ্দাম আগে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। এতে দিনভর খাটাখাটুনি হলেও সেরকম ইনকাম হত না। পরে তিনি ওই ভ্যান গাড়িটিকে ছাউনি লাগিয়ে বিভিন্ন গৃহস্থলি পন্যের পসরা সাজিয়ে ফেরি করতে বের হন। এতে তার ইনকাম আগের তুলনায় অনেক ভাল। সাদ্দামের মতে এটা স্বাধীন পেশা, ইচ্ছা মত করা যায়। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় এমনি পন্যের ফেরি করে বেড়ান সাদ্দাম। তিনি জানান, এখন করোনা নিয়ে মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। হাট বাজারে যেতে লোকজন ভয় পায়। তাই এসব গৃহস্থলী পন্য নিয়ে গ্রামে গ্রামে ঘুরলে ব্যাপক বিক্রি হয়। এসব পন্য বিক্রির সময় তিনি তার সাউন্ড বক্্ের শুরু করেন করোনার সতর্ক বানী ও করোনা সচেতনতা মূলক গান। সাউন্ড বক্্েরর সাথে মেমোরী কার্ড সংযুক্ত করায় তাতে অবিরাম বেজে চলেছে, প্রিয় এলাকাবাসী করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। এসব সতর্কতার পাশাপাশি করোনা নিয়ে জনপ্রিয় শিল্পি কুদ্দুস বায়াতি সহ আরো কিছু শিল্পীর গান বেজে চলেছে তার সাউন্ড বক্্ের।#

দেখা হয়েছে: 182
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪