|

বাগমারায় করোনা ভাইরাস প্রতিরোধে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিতঃ ৬:৫৩ অপরাহ্ন | মার্চ ১৭, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
এখন থেকে রাজশাহীর বাগামারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর সভায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ধর্মীয়সহ সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ইউএনও’র কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে এক সচেতনতা মূলক সভায় বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ এই নির্দেশ জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার, সহকারি কমিশনার(ভুমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী শরিফ আহম্মেদ বলেন, করোনা ভাইরাসের মন্ত্রনালয়ের নির্দেশে আজকের জরুরী সভা আহবান করা হয়েছে। আমরা বিদেশ ফেরত যে কাউকে কমপক্ষে ১৪ দিন আইসোলেসনে( একাকী ঘরে অবস্থান) থাকার নির্দেশে দিয়েছি। এই নির্দেশে কেউ অমান্য করলে উপজেলা প্রশাসন সহ থানায় জানানোর জন্য সর্বসাধারনের প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়া করোনা সম্পর্কে সচেতন থাকার জন্য মন্ত্রনালয় থেকে লিফলেট পাঠানো হয়েছে তা আমাদের সকল মাধ্যম দিয়ে উপজেলার প্রতিটি এলাকায় পৌছানোর সর্বাত্বক উদ্যোগে গ্রহন করা হয়েছে।

দেখা হয়েছে: 259
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪