|

বাগমারায় ক্রমেই বাড়ছে পেঁয়াজের দাম আরো বাড়ার আশঙ্কা

প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৭, ২০২৪

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারার হাট বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম চড়া। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, এলাকার কৃষকের ঘরে ঘরে শত শত মেট্রিক টন পেঁয়াজ মওজুত রয়েছে। কিন্তু চাষীরা বেশি দামের আশায় অল্প অল্প করে বাজারে ছাড়ছে। অপরদিতে ব্যবসায়ীরাও আরো বেশি দাম পাওয়ার আশায় পেঁয়াজ গুলো তাদের নিজস্ব গুদামে মওজুত রাখা শুরু করেছে। ফলে পর্যাপ্ত উৎপাদন হলেও বাগমারায় পেঁয়াজের দাম কমছে না। পেঁয়াজ ব্যবসায়ীদের মতে, সেচের পেঁয়াজ না ওঠা পর্যন্ত সহসা কমছে না দাম। তবে ভোক্তারা বলছেন, এখনই পেঁয়াজের দাম এতো বেড়ে গেলে রমজান মাসে পেঁয়াজ দেড়শ টাকা ছাড়িয়ে যাবে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মতে চলতি মৌসুমে এই উপজেলায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। উৎপাদনের পরিমান ১ লাখ ২০ হাজার মেট্রিক টন। বর্তমানে নতুন মুড়িকাটা পেঁয়াজ ওঠার পর দাম কমলেও আবার সপ্তাহের ব্যবধানে আবার বাড়তে থাকে। দেশি জাতের লাইলা পেঁয়াজ প্রতি মণ ২৬শ থেকে ২৮ হাজার টাকা বিক্রি হয়। এর পর সপ্তাহের ব্যবধানে ৩ হাজার টাকা ছাড়িয়ে যান প্রতিমণ পেঁয়াজের দাম। এখন খরচা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা। স্থানীয় ভোক্তারা বলছেন, এখনই পেঁয়াজের দাম যে হারে বাড়ছে তাতে রমজান মাসে প্রতি কেজি পেঁয়াজের দাম দেড়শ টাকা ছাড়িয়ে যাবে। তারা দাবী করে বলেন, রমজান উপলক্ষে এখনই ব্যবসায়ীরা পেঁয়াজ কিনে মওজুদ করে রাখছে । এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের উপর প্রশাসনের নজরদারী বাড়ানো দরকার বলে জানান বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। উপজেলার তাহেরপুর পৌরসভার হাটে আসা হাতেম,রমজান,কুদ্দুস,হামিরকুৎসা ইউনিয়নের খামার গ্রামের কৃষক মঞ্জুর রহমান ও রফিকুল ইসলাম জানান, এলাকার অবস্থা সম্পন্ন চাষীরা ঘরে পেঁয়াজ মওজুত করছে। রমজান মাসে সেগুলো বাজারে ছাড়বেন। উপজেলা কৃষি অফিস বলছেন,এ উপজেলায় চাহিদার চেয়ে অতিরিক্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। এখনও মাঠ থেকে পেয়াজ উত্তোলন চলমান রয়েছে। এ পেঁয়াজ চাষীরা আস্তে আস্তে হাট-বাজারে ছাড়ছেন।

দেখা হয়েছে: 56
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪