|

বাগমারায় খাদ্যগুদামে ধান চাল সংগ্রহে নেই গতি

প্রকাশিতঃ ৮:০৯ অপরাহ্ন | জুলাই ১৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় চলতি বোরো মৌসুমে ভবানীগঞ্জ খাদ্যগুদামে ধান চাল সংগ্রহে গতি নেই। এখানে হাট বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ধানগুলো সেখানেই বিক্রি করে দিচ্ছেন। তবে উপজেলা কৃষিকর্মকর্তা রাজিবুর রহমান বলছেন,এবার উপজেলায় চলতি বোরো মৌসুমে বিশ হাজার পাঁচশ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। ফলনও ভালো হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৪ দশমিক ৬ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। সে হিসাবে এই উপজেলায় ১ লক্ষ ১০ হাজার মেট্রিকটন ধান উৎপাদিত হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ১শ ৩৭ মেট্রিকটন ধান এবং ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৩শ ৭৪ মেট্রিকটন চাল কেনার জন্য সিদ্ধান্ত হয়েছে। গত ১ জুন লটারীর মাধ্যমে আগ্রহী কৃষকদের বাছাই করা হয়। সে সময় প্রতিজন কৃষককে ১ মেট্রিকটন ধান বিক্রির কথা বলা হলেও আশানুরুপ সাড়া পাওয়া যায়নি। ভবানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি এলএসডি) আব্দুর রাজ্জাক জানান, গত ১ জুলাই পর্যন্ত ৬৬ মেট্রিকটন ধান এবং ৪৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। স্থানীয় ধান ব্যবসায়ীরা জানান, এখানে কৃষকের আইডি কার্ড ও কৃষি কার্ড সংগ্রহ করে স্থানীয় পর্যায়ের একটি চক্র প্রতি মৌসুমে সরকারি গুদামে ধান বিক্রি করত। কিন্তু এবার ধানের দাম বেশি হওয়ায় এবং সরকারি গুদামে ধান দিলে তেমন লাভ না থাকায় তাদের তৎপরতা নেই বললেই চলে। স্থানীয় কৃষকরা জানান, অনেক কম লাভেও তারা গুদামে ধান বিক্রি করতে যান। কিন্তু খাদ্যগুদামের কথিত সিন্ডিকেটের বাঁধার কারণে তারা ধান বিক্রিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, প্রতিবার সরকারি গুদামে ধান বিক্রি করতে অনেক কৃষক আগ্রহী হতেন। এ জন্য লটারী করা হত। এবার লটারীতে অংশগ্রহনকরীর সংখ্যাও একেবারে কম। হাটে ভালো দাম পাওয়ায় লটারীতে অংশগ্রহনকারীরাও ধান দিচ্ছেন না। ৩১ আগষ্ট ধান – চাল সংগ্রহের শেষ তারিখ প্রয়োজনে সময়সীমা বৃদ্ধি করা হবে।#

দেখা হয়েছে: 264
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪