|

বাগমারায় খামারে শেয়াল মারা বিদ্যুতের ফাঁদে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিতঃ ১০:২৭ অপরাহ্ন | জুন ০১, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার কসবা মহল্লার একটি খামারে শেয়াল মারা ফাঁদে বিদ্যুৎ পৃষ্ট হয়ে খোদা বক্স (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খোদা বক্স কসবা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত খোদা বক্সের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, কসবা মহল্লার সিরাজ উদ্দীনের ছেলে তৌফিকুল ইসলাম নিজ এলাকায় মুরগীর খামার গড়ে তোলে। শেয়ালের অত্যাচারে তৌফিকুল ইসলাম তার মুরগীর খামারের তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। খোদা বক্স মুরগীা খামারের পার্শ্বে গতকাল শনিবার দুপুরের দিকে কাঠাল গাছ থেকে ছাগলের পাতা কাটছিল। কাটা পাতাটি মুরগীর খামারের তারের উপরে পড়লে সে পাতা উঠাতে যায়। পাতায় হাত দেয়ার সাথে সাথে সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে ঘটনারস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত খোদা বক্সের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকার লোকজনের অভিযোগ, তৌফিকুল ইসলাম পল্লী বিদ্যুতের কিছু সুবিধা ভোগীদের সহযোগীতায় অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। এলাকার লোকজন অবৈধ সুবিধা ভোগী বিদ্যুৎ ব্যবহারকারী তৌফিকুল ইসলাম ও পল্লী বিদ্যুতের সুবিধা ভোগী ওই সকল কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, বিদ্যুতের শক সার্কিটে খোদা বক্স নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক খোদা বক্সের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।#

দেখা হয়েছে: 434
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪