|

বাগমারায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিতঃ ৬:২৭ অপরাহ্ন | মার্চ ১৭, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মকিদুল ইসলামের (২০) হাতে বড় ভাই নাজিদুল ইসলাম নাইম (২৫) খুন হয়েছে। পুলিশ নিহত নাজিদুল ইসলাম নাইমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনার পর থেকে ছোট ভাই মকিদুল ইসলাম পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৬ মার্চ) সকালে চুলাই রান্নার জন্য গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বাসুপাড়া গ্রামের মৃত আসগর আলীর দুই ছেলে মকিদুল ইসলাম ও নাজিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে পরিনত হয়। ঘটনারস্থলে পৌঁছে এলাকার লোকজন দুই ভাইয়ের বিষয়টি মিমাংসা করে তাদেরকে সরিয়ে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বাসুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আবারো দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। ঝগড়া বিবাদকে কেন্দ্র করে ছোট ভাই মকিদুল ইসলাম তার বড় ভাই নাজিদুল ইসলাম নাইমকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। ধারালো চাকুর আঘাতে ঘটনাস্থলেই নাজিদুল ইসলাম নাইম মৃত্যুর কোলে ঢোলে পড়েন। হত্যার ঘটনাটি জানাজানি হলে ছোট ভাই মকিদুল ইসলাম পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নাজিদুল ইসলাম নাইমের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। নাজিদুল ইসলাম নাইম উপজেলা পরিষদের আব্দুল লতিফের ক্যান্টিনের কর্মচারী ছিলেন। ওই ঘটনায় থানায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যাকারি মুকিদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে বাগমারা থানার ডিউটি অফিসার উপপরির্দশক (এসআই) ফরিদা ইয়াসমিন জানান। এ ব্যাপারে যোগাযোগক করা হলে বাগমারা থানার (ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত নাইমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত মকিদুল ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছেন। এছাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

দেখা হয়েছে: 333
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪