|

বাগমারায় তরিঘড়ি করে পাট জাগ দিতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

প্রকাশিতঃ ৬:৩৪ অপরাহ্ন | জুলাই ০৪, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি মৌসুমে পাটের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে। পাটের উৎপাদন ভালো হলেও আশানুরূপ দাম পাবেন বলেও আশাবাদী এই উপজেলার পাট চাষিরা। কৃষকরা জানান, বিঘাপ্রতি দশ থেকে বারো মণ পর্যন্ত পাটের উৎপাদন হয়েছে। এজন্যই আগে ভাগে পাট কেটে জাগ দিতে ব্যস্ত সময় পার করছেন এখাকার কৃষকরা। এছাড়া বর্ষার পানি নেমে যাওয়ার সময় কৃষক পাট কাটা শুরু করেন এবং ওই পানিতে জাগ(পচনী) দেয়। কিন্তু শ্রাবণে বৃষ্টি দেখা না পেলেও আষাঢ়ের বৃষ্টি পেয়ে পাট জাগ দিতে সুবিধা হচ্ছে আনেকের। ফলে এখন অনেকে পাট কেটে জাগ দেওয়ার জন্য খালে-বিলে জমা হচ্ছে। তাই তাড়াতাড়ি করে পাট কাটা শুরু করেছেন কৃষকরা। অপরদিকে, চলতি মৌসুমে বাগমারা ইপজেলায় ভালো বৃষ্টিপাত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এর কারণে চাষিদের পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে না। এলাকাবাসি সুত্রে জানাগেছে, জেলার বাগমারা উপজেলায় কমে যাওয়া পাটের চাষ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। এক সময় ব্যাপক হারে পাটের চাষ করা হলেও গত প্রায় দশ বছর থেকে নানা কারণে পাটের আবাদ করা থেকে বিরত ছিল কৃষকরা। অনেকে মনে করেন পলেথিন জাতীয় জিনিসের কদর বৃদ্ধি পাওয়ার কারণে পাটজাত দ্রব্যাদির ব্যবহার কমে গিয়েছিল। বর্তমানে পলেথিনের ব্যবহার সরকারিভাবেই নিষিদ্ধ হওয়ার কারণে পাটের চাহিদা আবারোও বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, পাটপণ্যের দ্বিগুণ রপ্তানি বৃদ্ধি, পণ্যের মোড়কে পাটের ব্যাগ বাধ্যতামূলকসহ ব্যবহারে বহুমাত্রিকতায় এবার পাটের আবাদ বেশি হয়েছে। এর মধ্যে কিছু জমিতে বেআর-৫২৪ জাতের পাট রোপণ করা হয়েছে সারিবদ্ধভাবে। এবং ভারতীয় জাতের পাট আবাদ হয়েছে বেশি। পাশাপাশি দেশি তোষা পাটের বীজ রোপণ করেছেন কম। উদ্ভাবিত ওই জাত সাধারণ তোষা পাটের জাত থেকে কমপক্ষে ২০ শতাংশ বেশি ফলন হবে। এর উচ্চতা সাধারন পাটের চেয়ে ২০ সেন্টিমিটার বেশি। সাধারণ তোষা পাট কাটার সময়ের তুলনায় নতুন এই জাত ২০ দিন আগে কাটা যাবে। সময় বেঁচে যাওয়ায় একই জমিতে আমন চাষে সুবিধা পাবেন কৃষক। সাধারণ পাটের আগা চিকন ও গোড়া মোটা হয়,বেআর ৫২৪ জাতের আগা-গোড়া সমান। আষঢের ঝরা বৃষ্টির পানিতে এসব পাট পচিয়ে আগে ভাগে ঘরে তুলতে চায় কৃষকরা। এজন্য পাট কেটে জাগ দিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষক। তবে উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্যের অসমতার কারণে শঙ্কায় রয়েছেন কৃষকরা। এছাড়া কৃষি জমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর খনন করায় আবাদি জমির পরিমান কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকীর মুখে পড়ছে বলে এলাকার কৃষকরা দাবি করেছেন। কৃষকরা বলছেন, পাটের আবাদ করতে বিঘা প্রাতি সব মিলিয়ে প্রায় ৮ থেকে হাজার টাকা খরচ হয়েছে। এবং পাট উৎপাদন হয়েছে বিঘায় ১০ থেকে ১২ মণ। তবে সিন্ডিকেটের কারণে বাজারে পাটের দাম কমে গেলে তাদের সীমাহীন ক্ষতি হবে। গত মৌসুমের শুরু থেকে পাটের দাম ভালো থাকলেও, সিন্ডিকেটের কারণে মৌসুমের শেষের দিকে দাম তেমন বাড়েনি। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিুবুর রহমানের সাথে যোযোগ করা হলে তিনি অফিসে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে,বাগমারার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় এক হাজার আটশ পাঁচ হেক্টর জমিতে পাটের চাষাবাদ করা হয়েছে। পাটে তেমন কোনো পোকা-মাকড়ের উপদ্রব দেখা না গেলেও মাঝে মধ্যে বৃষ্টির পানি হওয়ার কারণে পাটের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা জানান,পাটের বাজার দর ভালো থাাকলে কৃষকরা আর্থিকভাবে অধিক লাভবান হতে পারেন। সে আসায় তারা তাড়াতাড়ি করে পাট কাটা শুরু করেছেন।

দেখা হয়েছে: 167
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪