|

বাগমারায় দীঘিতে বিষ প্রয়োগে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রকাশিতঃ ৭:৪৭ অপরাহ্ন | ডিসেম্বর ০৫, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
বাগমারা: উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের সবসার দিঘীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। গতকাল বৃস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এই দিঘীটিতে বিষ প্রয়োগ করে। এ ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে বৃহস্পতিবার সকালে পুলিশ ওই দিঘীটি পরিদর্শন করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কনোপাড়া গ্রামের ওই দিঘীটিতে মাছ চাষকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। তাদের এই দ্বন্দ্বকে কেন্দ্র করে এর আগেও ওই দিঘীটিতে একাধিকবার বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কথিপয় দুর্র্বৃত্ত ওই দিঘীটিতে বিষ প্রয়োগ করলে সকালে বেলা বাড়ার সাথে সাথে দিঘীতে বড় বড় রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে ওঠে। এ সময় আশে পাশের কয়েক গ্রামের লোকজন পানিতে নেমে মাছ ধরা শুরু করে । মুহূর্তের মধ্যেই দিঘী থেকে প্রায় বিশ লক্ষাধিক টাকার মাছ হরিলুট হয়ে যায়। মাছ ধরতে আসা কয়েকজন যুবক জানান, দিঘীতে এর আগে এত মাছ কখনও ভেসে ওঠেনি। তাদের ধারনা সম্ভবত বিষ প্রয়োগের কারণে এতগুলো মাছ মরে ভেসে ওঠেছে। যুবকরা জানান, অনেকে এত বেশি মাছ ধরেছে। পরে সেই মাছগুলো বিভিন্ন মাছের আড়তে ও হাট বাজারে নিয়ে বিক্রি করেছে। তবে দিঘীতে বিষ প্রয়োগের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগে হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দেখা হয়েছে: 341
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪