|

বাগমারায় দূর্গা প্রতিমা তৈরী করতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

প্রকাশিতঃ ৬:১১ অপরাহ্ন | অক্টোবর ০৬, ২০২১

রতন কুমার,বাগমারা প্রতিনিধি:
দেবী দুর্গার থানে ওঠার মধ্যে দিয়ে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর বাগমারা উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পালনের প্রস্ততি চলছে পুরোদমে। দেবী দূর্গা আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শংখ ধ্বনী আর উলুধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বরন করে নেয়ার অধির আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। নিজেদের মনের মতো করে প্রতিমার নকশায় নিজেকে সেরা শিল্পী হিসেবে তুলে ধরতে দিন রাত পরিশ্রম করে ব্যস্ত সময় পার করছেন কর্মরত মৃৎ শিল্পীরা। এ বছর বাগমারা উপজেলাজুড়ে মোট ৮৭টি পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজে মৃৎ শিল্পীরা দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে কিছু কিছু মন্ডপের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন শুধু বাকি রয়েছে দেবী দূর্গার গাঁয়ে রংতুলির শেষ আঁচড় দিতে। বিভিন্ন মন্ডপের প্রতিমা তৈরী শিল্পীরা জানান, এটেল মাটি, বাঁশ, সুতলিসহ প্রতিমা তৈরীতে প্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধি পেলে ও বাড়েনি তাদের পারিশ্রমিক। এ নিয়ে তাদের মনে কোন ক্ষোভ বা অভিযোগ নেই। তাদের মতে,আমাদের তৈরী প্রতিমা দেখে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়। আমাদের তৈরী প্রতিমা ভক্তের পূজা পায়। এই পাওনাতো কম নয়। তাই এমন একটা মহৎ কাজের সাথে সম্পৃক্ত হতে পারাটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। গতকাল বুধবার (৬ অক্টোবর) পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, প্রতীমা তৈরির পাশাপাশি মণ্ডপ তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন ধর্মাবলম্বীদের ও কারিগররা। তবে মণ্ডপ তৈরির কাজ চলবে ১০ অক্টোবর পর্যন্ত বলে জানাগেছে।#

দেখা হয়েছে: 142
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪