|

বাগমারায় ধর্মীয় স্বাধীনতা শান্তি ও সম্প্রীতি বিষয়ক সেমিনার

প্রকাশিতঃ ৮:২৫ অপরাহ্ন | মার্চ ১১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বঙ্গবন্ধু কমপ্লেক্স মিলনায়তনে গতকাল বুধবার বেলা বারোটায় দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় ও লিড পিস কিপারদের উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দি এশিয়া ফাউন্ডেশন রাজশাহী অফিসের সিনিয়র প্রজেক্ট অফিসার এএফএম জিলহাজ আজম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার। স্বাগত বক্তব্য রাখেন দি এশিয়া ফাউন্ডেশনের বাগমারার লিড পিস কিপার রাশেদুল হক ফিরোজ। লিড পিস কিপার অধ্যাপক অরুন কুমার সরকারের সঞ্চালনায় সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দি এশিয়া ফাউন্ডেশনের রাজশাহীর প্রজেক্ট অফিসার মাহমুদা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁনপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আব্দুস সোবহান, শিক্ষক হরিশচন্দ্র প্রমূখ। সেমিনারে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, জিল্লুর রহমান দুখু, অধ্যক্ষ আসাদুল ইসলাম, আবুল হোসেন সরদার, প্রধান শিক্ষক মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজসেবী প্রমূখ।

দেখা হয়েছে: 296
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪