|

বাগমারায় নারী নির্যাতন বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৭:৫৮ অপরাহ্ন | ডিসেম্বর ০৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে : নারী-পুরুষ বাল্য বিবাহ,ধর্ষণ রুখতে পারে এমন শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় সারা দেশের ন্যায় নারী নির্যাতন বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়। এসময় নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপি কর্মসূচী-২০১৯ ( অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে ভবানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউএনডিপি’র কর্মকর্তা আজিজুল হক সরকার। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন,বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান সম্রাট,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী,এলজিইডি’র প্রকৌশলী সানোয়ার হোসেন,ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মাহামুদা আক্তার,ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ। এসময় নারী নির্যাতনসহ নারীদের উপর সকল বৈষম্যকে প্রতিহত করার শপত নেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সকল স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষাথীসহ গন্যমান্য ব্যাক্তিদের শপথ বাক্য পাঠ করানো হয়।

দেখা হয়েছে: 328
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪