|

বাগমারায় পাউবো’র জায়গায় সাইনবোর্ড টাঙ্গিয়ে নির্মিত হচ্ছে বহুতল ভবন

প্রকাশিতঃ ১০:৪৭ অপরাহ্ন | জুন ২৭, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের শিবজাইট গ্রামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর অধিগ্রহনকৃত জমি দখল করে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। কাজ আরম্ভের পর অভিযোগ উঠায় পরে সেখানে স্কুলের নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে ভবনের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। স্থানীয়রা অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণ বন্ধের আবেদন জানিয়ে পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেন। আবেদন করার পরেও নির্মাণ কাজ অব্যাহত থাকায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের শিবজাইট বাজারের পূর্ব দিকে বারনই নদীর পাড় ঘেষে তাহেরপুর-ভবানীগঞ্জ সড়কের পার্শ্বে মোহনপুর মৌজার জেএল নম্বর ২৫২ এবং ৮২ নম্বর আরএস খতিয়ান ও ৩৮৭ নম্বর হাল দাগের জমির উপর স্থানীয় প্রভাবশালী রাড়োপাড়া গ্রামের রনি খন্দকার এবং শিবজাইট গ্রামের আব্দুল মোমিন মাস্টার বহুতল ভবন নির্মাণ করছেন। সরকারী ওই জমি দখল করে তাদের ভবন নির্মাণ কাজ দেখে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অধিগ্রহনকৃত সরকারী ওই জমি উদ্ধার করে ভবন নির্মাণ বন্ধের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। কাজ আরম্ভের পর অভিযোগ উঠায় পরে সেখানে স্টুডেন্ট’স নার্সারী একাডেমী নামক একটি স্কুলের সাইনবোর্ড টাঙ্গিয়ে ভবনের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। নার্সারী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পাঠদান করানো হয় লিখে সাইন বোর্ড টাঙ্গানোর পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্মানাধীন ওই ভবন থেকে দেড়শ মিটার উত্তর পশ্চিমেই রয়েছে নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বদিকে প্রায় চারশ মিটার দুরেই রয়েছে শিবজাইট সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বারনই নদীর ওপারেই প্রায় চারশ মিটার দক্ষিণে রামগুইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। কাছাকাছি এতগুলো সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকার পরেও দুরত্ব না মেনে সেখানে কেজি স্কুল স্থাপন করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওই সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এদিকে পানি উন্নয়ন বোর্ডে অবৈধ ভাবে সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ বন্ধের আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। শুরুতেই এর প্রতিকার করা না হলে আশে-পাশের আরো সরকারী জমি দখল হয়ে যাবার আশংকা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জেলা পরিষদের এক সদস্যের ইন্ধনে শীবজাইট এলাকায় সরকারী জায়গা দখল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ভবন নির্মাণকারী স্থানীয় প্রভাবশালী আব্দুল মোমিন মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের জমিতেই আমরা ভবন নির্মাণ করছি। তবে আমার পিতা এ ব্যাপারে ভাল বলতে পারবেন বলে জানান তিনি। অপরদিকে আরেক প্রভাবশালী রনি খন্দকার জানান, এলাকায় ছেলেপেলের সুবিধার জন্য স্কুল ঘর নির্মাণ করছি মাত্র। তবে জমি গুলো পানি উন্নয়ন বোর্ডের বলে তিনি স্বীকার করেন। যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ড (বাগমারার দায়িত্ব প্রাপ্ত) রাজশাহীর সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। আমাদের ওয়ার্ক এ্যাসিসটেন্ট কে কাজ বন্ধ করার জন্য পাঠানো হয়েছিল। তারা কাজ বন্ধও রেখেছিল শুনেছি। তবে যেহেতু আবারো কাজ আরম্ভ করেছে সেহেতু আমি আবারো লোক পাঠাচ্ছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

দেখা হয়েছে: 343
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪