|

বাগমারায় পুকুরে বিষ প্রয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিতঃ ৭:৩০ অপরাহ্ন | এপ্রিল ০৫, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ি গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে ৪ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। কেন্দ্র দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুকুর মালিক শফিকুল ইসলাম (৫০), সাইদুর রহমান (৪০), নাজমা বিবি (৪৫) ও মেহের আলী (৬৫) কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে সকালেই বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে ্আনে। এই সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন একই এলাকার শফিকুল ইসলামের নিকট থেকে একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করছিল। গত শনিবার (৪এপ্রিল) রাতের কোন এক সময় কেবা কাহারা পুকুরটিতে বিষয় প্রয়োগ করে ৪ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। ভোরে বিষয়টি এলাকার লোকজন দেখতে পেয়ে পুকুর মালিক শফিকুল ইসলামকে অবহিত করলে তিনি পুকুর পাড়ে যান এবং মাছ মরে যাওয়ার বিষয়টি দেখতে পান। পুকুরটি নিয়ে দীর্ঘদিন থেকে একই এলাকার মেহের আলীর সাথে লীজ মালিক মোশারফ হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বে জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মেহের আলীসহ তার লোকজনে মাছ নিধন করেছে এমন সন্দেহের কারনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে স্থানীয় লোকজন পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পুকুরের লীজ গ্রহিতা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, আমি শফিকুর ইসলাম ভোগ দখলী পুকুরটি দীর্ঘদিন থেকে লীজ নিয়ে মাছ চাষ করে আসছি। কিছু দিন পূর্বে একই এলাকার মেহের আলী ও তার লোকজন পুকুরটি তাদের বলে দাবী করে পুকুরটি দখলের চেষ্টা করে। পুকুরটি দখলে নিতে না পেরে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার মাছ নিধন করেছেন। বিষয়টি জানতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তিনি এমন ন্যাক্কার জনক ঘটনার জন্য তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। আহত মেহের আলী পুকুরটি তার বলে তিনিও দাবী করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় এখনো কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

দেখা হয়েছে: 248
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪