|

বাগমারায় বন্যার পানিতে ডুবে স্কুল পড়ুয়া দুই ভাইবোন নিহত

প্রকাশিতঃ ৬:৪৮ অপরাহ্ন | জুলাই ২৬, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাতঘর পাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে স্কুল পড়ুয়া দুই ভাইবোন নিহত হয়েছে। এ সময় অপর একজন আহত হয়। গতকাল রোববার (২৬জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাইবোন হলেন, ইলা খাতুন (১৭) ও ইমরান হোসেন (৮)। আর আহতের নাম নাইমা খাতুন (১৫)। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসি জানান,রোববার দুপুরে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাতঘর পাড়া গ্রামের ইয়ানুছ আলী মৃধার মেয়ে সিংসাড়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী ইলা খাতুন ও ছেলে ভাতঘর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন পার্শ্ববতি আত্বীয়ের বাড়িতে খাবার তরকারি দিয়ে নিজ বাড়িতে বন্যার পানিতে ঢুবে যাওয়া রাস্তা দিয়ে ফেরার সময় তলিয়ে যায়। এসময় পানির স্রোতে রাস্তা থেকে গভীর পানিতে তারা দুই ভাইবোন তলিয়ে যায়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইলা খাতুন ও ইমরান হোসেন কে মৃত ঘোষনা করেন। তাদের সঙ্গে থাকা নাইমা খাতুন (১৫) নামের অপর একজন সেখান থেকে আহত অবস্থায় উঠতে সক্ষম হয়। শিক্ষার্থীদের এমন অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান জানান,পানিতে ডুবে যাওয়া দুই ভাইবোন কে পরিবারের সদস্যরা পার্শ্ববতি আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তবে লাশ দুইটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং পারিবারিক কবরস্থানে দাফন সর্ম্পণ করা হবে।#

দেখা হয়েছে: 299
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪