|

বাগমারায় বাহিরে থেকে মাটি সংগ্রহের মাধ্যমেই বন্যা নিয়ন্ত্রন বাঁধ রক্ষার চেষ্টা

প্রকাশিতঃ ৬:৫৫ অপরাহ্ন | অগাস্ট ২০, ২০২০

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের কালিকাপুর পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাঁধের কাজ আবারো শুরু হয়েছে। বাঁধ রক্ষার কাজ দ্রুত গতিতে চললেও অধিকাংশ জায়গায় বাঁধটিতে পানির ঢেয়ে ফাটল ধরতে দেখা গেছে। যার কারনেই কালিকাপুর পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাঁধটি ঝুকির মধ্যে রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কালিকাপুর বন্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকায় সরজমিনে শ্রমিকদের ওই বাঁধে সারের বস্তায় করে মাটি ফেলার কাজ করতে দেখতে পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহীর রাহাত কন্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁধে মাঠি ফেলার কাজ শুরু করেছে বলে কাজে নিয়োজিত শ্রমিকেরা জানিয়েছেন। পূর্বে বাঁধের মাটি কেটে বাঁধটি রক্ষার অপচেষ্টা করা হলে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের পর কাজ বন্ধ করে দেন পানি উন্নয়ন বোর্ডের উবর্ধতন কর্মকর্তারা। কিছু দিন বন্ধ থাকার পর স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হস্তক্ষেপে ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ মাষ্টারের সহযোগীতায় পূন:রায় আবারো বাঁধ রক্ষার কাজ শুরু হয়। এবার বাঁধ থেকে মাটি নয়,বাহিরে থেকে মাটি সংগ্রহের মাধ্যমে সারের বস্তায় ভরে বাঁধটি রক্ষার চেষ্টা করতে দেখা গেছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ মাষ্টার জানান, বাঁধটি রক্ষা করা না গেলে বাগমারা উপজেলার ৬ টি ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যায় ভেসে যাবে। এছাড়াও ওই বাঁধ ভেঙ্গে গেলে নওগাঁর আত্রাই উপজেলার শতাধিক গ্রাম বন্যায় ভেসে যাবে বলে এলাকার সচেতন মানুষ আশংকা করছেন। স্থানীয় লোকজন জানান, উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর-মানসিংহপুর থেকে একই ইউনিয়নের পীরগঞ্জ বাজার পর্যন্ত রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রন বাঁধটি নির্মান করেন। এলাকার লোকজন জানান, প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধটি সংস্কার করা হলেও বর্ষার সময় বন্যার পানির তোড়ে বাঁধের বিভিন্ন স্থান ভেঙ্গে নষ্ট হয়ে যায়। বাঁধটি রক্ষা করতে হলে অতিরিক্ত অর্থ বরাদ্দের মাধ্যমে ইট ও বালি দিয়ে ব্লকের মাধ্যমে বাঁধটি রক্ষা করা সম্ভব বলে এলাকার সচেতন মানুষ জানিয়েছেন। কালিকাপুর পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাঁধের সংস্কার কাজ দেখাশুনার দায়ীত্বে থাকা এ্যাড. আব্দুল মজিদ জানান, বাঁধটি রক্ষার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ড তিন শ’ মিটার কাজ করার জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এবারের বন্যায় বাঁধের দেড় থেকে দুই কিলোমিটার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধটি রক্ষায় তিনশ মিটার মাটি ভরাটের মাধ্যমে রক্ষার চেষ্টা করে লাভ হবে না বলে তিনি মনে করেন। অবিলম্বে বাঁধের বাঁকির অংশের কাজ না করলে যে কোন সময় বাঁধটি ভেঙ্গে এলাকার বাড়িঘর, জানমালসহ ফসলের ব্যাপক ক্ষতি সাধন হবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর ইসলামের ব্যবহৃত মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।#

দেখা হয়েছে: 281
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪