|

বাগমারায় পুলিশের বিরুদ্ধে আসামীর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

প্রকাশিতঃ ৯:২৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৭, ২০২০

স্টাফ রিপোর্টার,বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলায় তাহেরপুর পুলিশের বিরুদ্ধে আসামীর বাড়িঘর ভাংচুর ও লেপকাতা পুকুরের পানিতে ফেলে দেয়ার অভিযোগ পাওয়াগেছে। তবে তাহেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। ওই ঘটনার পর থেকে এলাকার সারাধন মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। এলাকাবাসি জানায়,বেশ কিছু দিন ধরে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের সবসার দীঘিতে বিষ প্রয়োগকে কেন্দ্র করে একই এলাকার আব্দুল মান্নান ও মকছেদ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত ৬ ফেব্রুয়ারী বিকেলে তাহেরপুর বাজার থেকে ফিরার পথে তালতলি এলাকায় মকছেদ আলীর ভাই ভ্যান চালক ভুট্টুকে মারপিট করে। মারপিটের বিষয়টি জানাজানি হলে মকছেদ গ্রুপের লোকজন মান্নান পক্ষের নজরুল ইসলামের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় আবারো মান্নান গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে মকছেদ গ্রুপের দোকান পাটে হামলা চালিয়ে ভাংচুর করে। ওই ঘটনায় মকছেদ গ্রুপের পক্ষ থেকে থানায় পৃথক দুইটি মামলা দায়ের হলেও মান্নান গ্রুপের মামলা নেয়নি পুলিশ। ওই ঘটনার পর থেকেই এলাকা ছাড়া হয়েছে গ্রামের নিরহ লোকজন। এদিকে,(১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সন্ধ্যায় তাহেরপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কনোপাড়া এলাকায় যান এবং গালমন্দ করতে করতে আসামী আব্দুল মান্নানের বাড়িতে প্রবেশ করে দরজা জানালা ভাংচুর করেন। পুলিশের এমন কর্মকান্ডে আব্দুল মান্নানের স্ত্রী ও ছেলের বউ প্রতিবাদ করলে তাদেরকে গালমন্দ করেন এবং ঘরে প্রবেশ করে লেপকাতাসহ কৃষি কাজে ব্যবহৃত জিনিসপত্র পুকুরের পানিতে ফেলে দেন। ওই গুলো পানিতে ফেলে দিয়ে ক্ষ্যান্ত হননি পুলিশের ওই কর্মকর্তা। এক পর্যায়ে নারীদেরকে মারার জন্য এগিয়ে গেলে তারা সেখান থেকে পালিয়ে অন্যত্রে আশ্রয় নেয়। পুলিশের অহেতুক এমন কর্মকান্ডের জন্য ধিক্কার জানিয়েছেন এলাকার লোকজন। তারা অবিলম্বে তদন্ত করে পুলিশের ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, থানায় মামলার পর পরই পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর পরই এলাকার পুরুষ মানুষ সব পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ রাত ও দিনে বার বার এলাকায় অভিযান দেয়ার কারনে কেউ এলাকায় আসতে পারছেনা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা থাকলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

দেখা হয়েছে: 430
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪