|

বাগমারায় বিল নিতে খরচা দাবী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ন | জুলাই ২২, ২০২০

রাজশাহী অফিস:
রাজশাহীর বাগমারা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত সংস্কার, প্রাক প্রাথমিক উপকরন ক্রয়, টয়লেটসহ আনুসাঙ্গিক মেরামতের খাতের প্রায় তিন কোটি টাকা নিয়মবর্হিভ’তভাবে জুন ক্লোজিংয়ের নামে শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুনের অ্যাকাউন্টে জমা রাখার অভিযোগ পাওয়া গেছে। তারা ক্লোজিংয়ের নামে এজি অফিসে খরচের কথা বলে শিক্ষকদের কাছে থেকে ১ হাজার ৫শ টাকা থেকে ২ হাজার ৫শ টাকা পর্যন্ত চাঁদা দাবী করা হচ্ছে বলেও অভিযোগ ওঠেছে। জানা গেছে, এই উপজেলায় ২১৮ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকার উপরে বিল ভাউচার করে অ্যাকাউন্টস অফিস থেকে শিক্ষা অফিসারের এসটিডি আ্যকাউন্টে জমা করেন। তবে শুধু দু’একটি খাত ছাড়া সব খাতের টাকা স্ব স্ব স্কুলের শিক্ষকের আ্যাকাউন্টে ৩০ জুনের মধ্যে জমা স্থানান্তর হওয়ার কথা থাকলেও একই আ্যকাউন্টে জমা হওয়ার নজির নেই বলে শিক্ষকরা জানান। এতে শিক্ষকরা পড়েছেন চরম বিড়ম্বনায়। তাদেরকে অযতা হয়রানী করা হচ্ছে এবং উৎকোচের নামে টাকাও দাবী করা হচ্ছে বলে জানান শিক্ষকরা। খোজ নিয়ে জানা গেছে উপজেলার অনেক বিদ্যালয় বিধি মোতাবেক কাজ শেষ করেও টাকা তুলতে পারছে না। কাজ শেষ করা বিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে উপজেলার তক্তপাড়া প্রাথমিক বিদ্যালয়, সূর্যপুর প্রাথমিক বিদ্যালয়, মচমইল প্রাথমিক বিদ্যালয়, বড়বিহানালী প্রাথমিক বিদ্যালয়, বামনকয়া প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু বিদ্যালয় । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এ বছরই প্রথম শিক্ষকদের সব খাতের টাকা শিক্ষা অফিসের আ্যকাউন্টে জমা করা হয়েছে। প্রতিটি বিদ্যালয় থেকে ২ থেকে আড়াই হাজার টাকা খরচের নামে ঘুষ দাবী করা হয়েছে। ভুক্তভোগি একাধিক শিক্ষকরা জানান, সম্প্রতি শিক্ষা অফিসারের এসব অনিয়ম স্বেচ্ছচারিতা ও ঘুষ দাবীর বিষয়ে প্রতিবাদ করায় এবং শিক্ষকদের পক্ষে কথা বলায় সহকারি শিক্ষা অফিসার আলী হাসানকে পর্যন্ত শোকজ করেছেন শিক্ষা কর্তকর্তা মনিরা খাতুন। এসব কারণে ভুক্তভোগি কোন শিক্ষক এখন শিক্ষা কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দেওয়া তো দূরের কথা তারা নূন্যমত কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ফলে শিক্ষা কর্মকর্তার অনিয়ম দূনীতি ক্রমেই বেড়ে চলেছে। এ সব বিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন বলেন সহকারি শিক্ষা অফিসার আলী হাসান কে আমি শোকজ করিনি। সে অসদাচারন করলে তাকে শোকজের জন্য সুপারিশ করে জেলায় পাঠানো হলে তারাই তাকে শোকজ করেছে। এছাড়া বিভিন্ন খাতে খরচের কথা বলে শিক্ষকদের কাছে উৎকোচ দাবীর বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, তারা (শিক্ষকরা) কাজ না করেই বিল দাবী করছে। এখানে উপজেলা প্রকৌশলীর প্রত্যয়ন লাগবে তবেই বিল প্রদান করা হবে। এছাড়া উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক টাকা গুলো অফিসের আ্যকাউন্টে রাখা আছে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার বলেন, এখানে কোন অনিয়ম করার সুযোগ নাই। বিধি মোতাবেক কাজ হয়ে থাকলে বিল প্রদান করা হবে।

দেখা হয়েছে: 342
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪