|

বাগমারায় বৈদ্যুতিক শট সার্কিটে তিনটি দোকানঘর ভস্মিভূত

প্রকাশিতঃ ৯:৩১ অপরাহ্ন | জুলাই ০২, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে তিনটি মুদি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে চেয়ারম্যান মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসি জানায়, চলমান লক ডাউনের কারনে বৃহস্পতিবার থেকেই ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ ছিল। উপজেলার মচমইল বাজারের দোকানি জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন ও রাকিব হোসেন দোকান বন্ধ করে বাড়িতেই অবস্থান করছিলেন। এবং গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে স্থানীয়রা দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে দোকান মালিকদের খবর দেয়। এসময় জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন ও রাকিব হোসেন দোকানের কাছে এসে দেখেন তাদের পাশাপাশি তিন দোকানেই আগুন জলছে। এসময় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকান মালিকরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে তাদের দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। দোকান মালিক জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারনেই এমন ঘটনা ঘটেছে মনে হচ্ছে। এছাড়াও দোকানের ভেতর ফ্রিজ থাকার কারনে ফ্রিজের গ্যাসে বিস্ফোরন ঘটে। এতে তার দোকানসহ পাশের আরো দুইটি দোকান ভস্মিভূত হয়ে গেছে।#

দেখা হয়েছে: 187
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪